ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাস পেরনোর আগেই বরখাস্ত ব্রাদার্স কোচ সুব্রত

প্রকাশিত: ০৬:০০, ১১ জুন ২০১৭

মাস পেরনোর আগেই বরখাস্ত ব্রাদার্স কোচ সুব্রত

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ যতই নামকরা হোন না কেন, তিনি যদি দলকে সাফল্য এনে দিতে না পারেন, তাহলে তার কোন মূল্যায়ন হয় না। বিশ^ ফুটবলে এমন ভূরি ভূরি নজির আছেন। যেমন : ডিয়েগো ম্যারাডোনা। আবার অনেক কোচ আছেন, যারা শুরুতে সাফল্য পেয়েও একসময় ব্যর্থ হয়ে বরখাস্ত হয়েছেন। এই যেমন হালের জোসে মরিনহোকেও ব্যর্থতার দায়ে ছুড়ে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম শীর্ষ পর্যায়ের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বেলাতেও এমনটি ঘটেছে। মাসখানেক আগে তারা আচমকাই ঝড়ের গতিতে একজন কোচকে গণমাধ্যমের সামনে হাজির করেছিল। তিনি কলকাতা মোহামেডানের সুব্রত ভট্টাচার্য। সেই সুব্রত খুব দ্রুতই ‘অতীত আর অপাংক্তেয়’ হয়ে গেলেন গোপীবাগের দলটির কাছে। মাস পেরুনোর আগেই তাকে পত্রপাঠ বিদায় করে দিল ক্লাবটির ম্যানেজমেন্ট। ফলে ৫২ বছর বয়সী এই কোচের ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ শিবিরের অভিজ্ঞতা খুব একটা সুখকর হলো না। তিক্ততার সঙ্গেই তাকে বরখাস্ত হয়ে বিদায় নিতে হলো। সৈয়দ নাইমউদ্দিন ব্রাদার্স ছেড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নেয়ায় সুব্রতকে গত ১০ মে কোচ করে নিজেদের ডেরায় ভিরিয়েছিল ব্রাদার্স। সুব্রতর প্রথম এ্যাসাইনমেন্ট ছিল ফেডারেশন কাপ ফুটবল। সেখানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল এ আসরে তিনবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স। ঢাকা আবাহনীর কাছে ১-২ গোলে হেরে আর সেমিতে উঠতে পারেনি তারা। সবচেয়ে বড় ব্যাপারÑ এবারের ফেডারেশন কাপে ব্রাদার্সই ছিল একমাত্র দল, যারা কোয়ার্টার ফাইনালে ওঠে একটি ম্যাচও না জিতে। গ্রুপপর্বে তারা ১-১ গোলে টিম বিজেএমসির সঙ্গে ড্র করে। এছাড়া গোলশূন্য ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। গ্রুপপর্বের দুটি ম্যাচেই ব্রাদার্সকে অতিমাত্রায় রক্ষণাত্মক স্টাইলে খেলান সুব্রত। এছাড়া কোয়ার্টারের ম্যাচে অতি আক্রমণাত্মক কৌশলে দলকে খেলানোয় আবাহনী দুই গোলে এগিয়ে যায়। ফলশ্রুতিতে ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাদার্স। এই তিনটি খেলাতেই কোচের দলকে খেলানোর ধরন প্রবলভাবে সমালোচিত হয়। দলটির সমর্থকরা এমন খেলার ধরন পছন্দ করেননি। ক্লাব ম্যানেজমেন্টও সন্তুষ্ট হতে পারেনি। এর পরিণামে ছাঁটাইয়ের খড়গ নেমে আসে সুব্রতর ওপর।
×