ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচ খেলতে জাপান যাচ্ছে কৃষ্ণারা

প্রকাশিত: ০৬:০০, ১১ জুন ২০১৭

প্রস্তুতি ম্যাচ খেলতে জাপান যাচ্ছে কৃষ্ণারা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। এ আসরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অ-১৬ মহিলা দল আগে কিছুদিন আগেই জাপান ও সিঙ্গাপুর গিয়ে অনুশীলন করেছে এবং প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। থাইল্যান্ডের অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা আরও তিনটি দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। এর ধারাবাহিকতায় আগামী ২০ জুন জাপান যাবে কৃষ্ণাবাহিনী। সেখানে ম্যাচ খেলবে ওসাকায়। তবে সেখানে কয়টি ম্যাচ হবে তা ঠিক হয়নি এখনও। জাপানের পর বাংলাদেশের মেয়েরা এরপর যাবে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে। আপাতত জাপানের সফর চূড়ান্ত হলেও অন্য দুই দেশের সিডিউল হয়নি। ফলে জাপান সফর করে মেয়েরা ফিরে আসবে। এরপর তাদের পাঠানো হবে দক্ষিণ কোরিয়ায়। কোরিয়া ও ভিয়েতনাম সফরের সময় চূড়ান্ত হওয়ার ওপর নির্ভর করছে মেয়েরা ঢাকায় ফিরবে নাকি ওখান থেকে সরাসরি থাইল্যান্ডে চলে যাবে। বর্তমানে ক্যাম্পে আছে ২৮ ফুটবলার। তবে জাপানে সবাইকে পাঠাচ্ছে না বাফুফে। ২০ জন খেলোয়াড় যাবে (কোচ ও অফিসিয়ালসহ)। শোকজ করা হলো মামুনুলকে স্পোর্টস রিপোর্টার ॥ এটা নতুন কিছু নয় মামুনুল ইসলামের জন্য। আগেও শোকজ খেয়েছেন। এখনও খাচ্ছেন। এই যেমন সর্বশেষ খেলেন ফেডারেশন কাপের শেষদিকে। এই মিডফিল্ডারকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। তার বিরুদ্ধে অভিযোগÑ ফেডারেশন কাপের ফাইনালের আগের রাতে প্রায় মধ্যরাতে ক্লাবে ফেরেন তিনি, যার প্রভাব পড়ে ফাইনালে খেলার মাঠে। পুরো খেলায় ছিলেন বিস্ময়করভাবে নিষ্প্রভ। দলও হেরে যায়। অথচ জিততে পারলে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারত বন্দরনগরীর এই দলটি। শোকজের উত্তর দেয়ার জন্য মামুনুলকে ৭২ ঘণ্টা সময় দিয়েছে চট্টগ্রাম আবাহনী।
×