ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো জোড়া গোলে পর্তুগালের বড় জয়

প্রকাশিত: ০৫:৫৯, ১১ জুন ২০১৭

রোনাল্ডো জোড়া গোলে পর্তুগালের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের দেখা পেয়েছে পর্তুগাল, সুইজারল্যান্ড, হল্যান্ড এবং বেলজিয়াম। তবে সুইডেনের কাছে ২-১ ব্যবধানে হেরে আগামী বছর রাশিয়া বিশ্বকাপের টিকেট সরাসরি পাবার ক্ষেত্রে সমীকরণটাকে জটিল করে ফেলেছে ফ্রান্স। স্টকহোমে শুক্রবার নিজেদের ঘরের মাঠে ওলা তোয়িভোনেনের অতিরিক্ত সময়ের গোলে সুইডেন নাটকীয়ভাবে হারায় ফ্রান্সকে। গোলটি যতটা না ছিল সুইডেনের হলুদ সমর্থকদের জন্য উল্লাসের, তারচেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল পয়েন্ট তালিকায় গ্রুপ ‘এ’ থেকে দলকে শীর্ষস্থানে পৌঁছে দেবার ক্ষেত্রে। এই জয়ে ফ্রান্সের সাথে সমান ১৩ পয়েন্ট অর্জন করে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে সুইডেন। হাতে রয়েছে চারটি ম্যাচ। প্রতিগ্রুপ থেকে শুধু শীর্ষ দলটি আগামী বছর রাশিয়ায় মূলপর্বে সরাসরি খেলার টিকেট পাবে। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা আটটি সেরা দল প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ৩১ আগস্ট হল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স। এই গ্রুপের অন্য ম্যাচে হল্যান্ড ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে। সুইডেনের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে আর্সেনাল স্ট্রাইকার অলিভার জিরুডের গোলে এদিন প্রথমে কিন্তু এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু ৪৩ মিনিটে জিমি ডারমাজের গোলে স্ক্যান্ডিনেভিয়ানরা বিরতির আগেই সমতায় ফিরে। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ফরাসী অধিনায়ক হুগো লোরিসের ব্যর্থতায় তোয়িভোনেন গোল করলে সুইডিশদের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের খেলোয়াড় এবং বর্তমান কোচ দিদিয়ের দেশম বলেন, ‘এটা একেবারেই বিপজ্জনক একটি চিত্র। আমি এখানে হুগোকে দোষারোপ করব না, কারণ সে অনেক সময়ই আমাদের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছে। কিন্তু এই গোলটা আমাদের পিছিয়ে দিয়েছে। ড্র হলেও ফলাফল ভাল হত না, তবে এক পয়েন্ট তো আসত। আর তারজন্য সুইডেন আমাদের পিছনেই থাকত।’ ইউরোপিয়ান বাছাইপর্বে এবারের আসরে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল দেশমের দল। প্যারিসে পরবর্তী ম্যাচে হল্যান্ডের কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে ফ্রান্সকে। অভিজ্ঞ আরিয়েন রোবেন ও ওয়েসলি ¯েœইডারের গোলে ঘরের মাঠে লুক্সেমবার্গের বিপক্ষে বিরতির আগেই এগিয়ে গিয়েছিল নতুন কোচ ডিক এ্যাডভোকাটের ডাচ দল। কোচ হিসেবে এটাই এ্যাডভোকাটের প্রথম ম্যাচ। দ্বিতীয়ার্ধে গিওর্গিনিও উইনালডাম ও কুইন্সি প্রোমেসের পরে ম্যাচ শেষের ৬ মিনিট আগে ভিনসেন্ট জানসেনের পেনাল্টি থেকে করা গোলের সৌজন্যে হল্যান্ডের বড় জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে রোবেন বলেন, ‘প্যারিসে ব্লুজদের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই আমরা মাঠে নামব। এ্যাডভোকাট বলেন, অবশ্যই আমাদের সেই ক্ষমতা আছে এবং আমরা পুরো প্রস্তুত।’ গ্রুপ ‘বি’তে ফারো আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ স্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। ম্যাচে দুই অর্ধে গোল দুটি করেন গ্র্যানিথ জাকা এবং জের্দান শাকিরি। এই জয়ে পর্তুগালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থাকল সুইজারল্যান্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালও এ্যাওয়ে ম্যাচে লাটভিয়াকে ৩-০ গোলে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে। ৪১ ও ৬৩ মিনিটে দুটি গোল করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আন্দ্রে সিলভাকে দিয়ে তৃতীয় গোলটি করিয়েছেন। শেষ ১১ ম্যাচে এই নিয়ে ১৮টি গোল করলেন রোনাল্ডো। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত খেলেছেন সি আর সেভেন। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় দলের জার্সিতেও। আর তাই গত বছর ইউরো জেতা পর্তুগাল এবার বিশ্বকাপ বাছাইপর্বেও উড়ছে। গ্রুপ ‘এইচ’-এ বেলজিয়াম দ্রিয়েস মারটেনস ও নাকার চাডলির গোলে ২-০ গোলে পরাজিত করেছে এস্তোনিয়াকে। তবে গ্রীস ও বসনিয়া গোলশূন্য ড্র করায় চার পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানেই রয়েছে বেলজিয়াম।
×