ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়দের হারিয়ে দিল আফগানরা!

রেকর্ড বইয়ে রশিদ খান

প্রকাশিত: ০৫:৫৮, ১১ জুন ২০১৭

রেকর্ড বইয়ে রশিদ খান

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে আলোচনায় কেবলই বাংলাদেশ। অথচ একই দিনে বড় হেডলাইন হতে পারতেন রশিদ খান। স্মরণীয় এক কা-ই করেছেন ছোট দলের বড় তারকা। উন্ডিজ সফরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেটে নিয়েছেন হালের এ আলোচিত লেগস্পিনার- ওয়ানডে ইতিহাসে যা চতুর্থসেরা বোলিংয়ের রেকর্ড। সেন্ট লুসিয়ায় তার দল আফগানিস্তানও পেয়েছে ৬৩ রানের বড় জয়। জাভেদ আহমাদির (৮১) ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২১২ রানের স্কোর গড়ে আফগানিস্তান। জবাবে রশিদঘূর্ণিতে বিধ্বস্ত ক্যারিবীয়রা ৪৪.৪ ওভারে অলআউট হয় ১৪৯ রানে। ম্যাচে রশিদের বোলিং ফিগার ৮.৪-১-১৮-৭। ওয়ানডেতে সেরা বোলিংয়ের শীর্ষ তিনটি স্থানে যথাক্রমে চামিন্দা ভাস, শহীদ আফ্রিদি ও গ্লেন ম্যাকগ্রা। জিম্বাবুইয়ের পর দ্বিতীয় কোন টেস্ট প্লেয়িং দেশের সঙ্গে দিপক্ষীয় সিরিজ খেলছে উপমহাদেশের উঠতি শক্তি আফগানিস্তান। জিম্বাবুইয়ে আর ওয়েস্ট ইন্ডিজ এক নয়। ক্যারিবীয়রা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। সেখানে ঐতিহাসিক সফরের প্রথম ওয়ানডেতেই দলকে দুর্দান্ত জয় এনে দিলেন ১৮ বছর বয়সী রশিদ খান। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। রশিদের চেয়ে কম রান দিয়ে ৭ উইকেট নেয়ার কৃতিত্ব আছে কেবল সাবেক লঙ্কান গ্রেট ভাস, পাকিস্তান অধিনায়ক আফ্রিদি এবং অস্ট্রেলিয়ান তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা। ওয়ানডে ইতিহাসের একমাত্র বোলার হিসেবে ৮ উইকেট দখলের কৃতিত্ব ভাসের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে তিন মেডেনসহ ১৯ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন কিংবদন্তী এ বাহাতি পেসার। ২০০৩ সালে নামিবিয়ার বিপক্ষে ৭ ওভারে চার মেডেনসহ ১৫ রানের বিনিময়ে ৭ উইকেট নেন ম্যাকগ্রা। আর ২০১৩ সালে এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৭ উইকেট দখল করেন আফ্রিদি। ৯ ওভারে তিন মেডেনসহ ১২ রান খরচ করে ৭ উইকেট নেন তিনি। মজার বিষয়, আফ্রিদির মতো পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগান তারকা রশিদও একজন লেগস্পিনার। রশিদের ঘূর্ণিতে ৩২ বল বাকি থাকতেই ১৪৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের স্বাদ পেল আফগানরা। এমন লজ্জাজনক হারে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার লক্ষ্যে বেশ বড়সড় একটা ধাক্কা খেলো আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ। এর আগে অবশ্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ক্যারিবীয়রা। কিন্তু ওয়ানডে সিরিজের শুরুতেই হোঁচট খেলো ভিভ রিচার্ডস-ব্রায়ান লারার উত্তরসূরিরা! আজ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
×