ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেসরকারী ভার্সিটির অননুমোদিত ক্যাম্পাসে ভর্তির ক্ষেত্রে ইউজিসির সতর্কবাণী

প্রকাশিত: ০৫:৫৬, ১১ জুন ২০১৭

বেসরকারী ভার্সিটির অননুমোদিত ক্যাম্পাসে ভর্তির ক্ষেত্রে ইউজিসির সতর্কবাণী

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস ও প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়াও সংস্থাটি বিদেশী যে কোন বিশ্ববিদ্যালয়ের স্ট্যাডি সেন্টারে ভর্তির ক্ষেত্রেও একইভাবে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ইউজিসির বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার কর্মকর্তারা জানান, গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ ধরনের বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে কোন ছাত্রছাত্রী ভর্তি হয়ে যাতে প্রতারিত না হয় সেজন্য এ পদক্ষেপ। এরপরও কেউ যদি চিহ্নিত বিশ্ববিদ্যালয় বা তার ক্যাম্পাসে ভর্তি হয়, তাহলে তার দায়দায়িত্ব সরকারের নয়। কর্মকর্তারা বলেন, বিদেশী কোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও এখন পর্যন্ত সরকার দেয়নি। তাই শিক্ষার্থীরা যেন এ ধরনের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়, সে পরামর্শও আমাদের থাকবে। গণবিজ্ঞপ্তিতে ইউজিসি বলছে, দেশের বেশকিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় অননুমোদিত ক্যাম্পাস ও প্রোগ্রাম পরিচালনা করছে মর্মে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে স্টে-অর্ডার নিয়ে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে কমিশন ওই সকল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। গত বছরের শেষে এক আরেক গণবিজ্ঞপ্তিতে ইউজিসি দেশের ১১ বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছিল। ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬টি ক্যাটাগরি তুলে ধরা হয়। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে আউটার ক্যাম্পাস পরিচালনাকারী। পরিবহন শ্রমিক লীগের মানববন্ধন স্টাফ রিপোর্টার ॥ ২০ রমজানের পূর্বে পরিবহন শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ, মালিক কর্তৃক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজম খসরু। সভাপতিত্ব করেন- সংগঠনের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম খান। বক্তব্য রাখেন- মোঃ ইনসুর আলী, হানিফ খোকন, আমির হোসেন, মুজিবুর রহমান খান, আর এ জামান, মোশারফ হোসেন, সুমন শেখ প্রমুখ। বক্তারা বলেন, ২০ রমজানের পূর্বে পরিবহন শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ, আট ঘণ্টা কর্মনির্ধারণসহ ১২ দাবি বাস্তবায়নে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মালিক সমিতির নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।
×