ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিড়ি শিল্প বন্ধ করার ঘোষণা প্রত্যাহার দাবিতে শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ০৫:৫৫, ১১ জুন ২০১৭

 বিড়ি শিল্প বন্ধ করার ঘোষণা প্রত্যাহার দাবিতে শ্রমিক সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিড়ি শিল্প বন্ধ করার ঘোষণা প্রত্যাহার ও বিড়ির ওপর অতিরিক্ত রাজস্ব কর প্রত্যাহারের দাবিসহ মোট ছয় দফা দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ। জীবনের বিনিময়ে হলেও বিড়ি শিল্পকে রক্ষার শপথ নেন হাজার হাজার নারী-পুরুষ বিড়ি শ্রমিক। অনতিবিলম্বে দাবি আদায় না করলে ঈদের পর অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিসহ কঠোর আন্দোলনের হুমকি দেন নেতারা। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বিড়ি শ্রমিক নেতারা বলেন, শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বাজেটে আগামী দুই বছরের মধ্যে বিড়ি শিল্প ধ্বংস করার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া বিড়ির ওপর ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ওপর কমিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিকে কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেবেন না বিড়ি শ্রমিকরা। শ্রমিক নেতারা আরও বলেন, সিগারেটের সঙ্গে যুক্ত ১০ হাজার শ্রমিক; পক্ষান্তরে বিড়ির সঙ্গে যুক্ত ২০ লাখ শ্রমিক। এ শ্রমিকদের ৭০ ভাগই নারী। এসব নারী নিরাপত্তার সঙ্গে বিড়ি তৈরির কাজ করছেন। কাজেই বিড়ি বন্ধ করলে ২০ লাখ শ্রমিক বেকার হয়ে যাবেন এবং নিঃস্ব হয়ে যাবে তাদের পরিবার। তাই আগে ২০ লাখ বিড়ি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপর বিড়ি বন্ধ করার চিন্তা করুন। ছয় দফা দাবির অন্য দাবিগুলো হলোÑ আমেরিকার টোব্যাকো কোম্পানির দালালি করা চলবে না, সর্বক্ষেত্রে সবল প্রকার বিদেশী সিগারেট বন্ধ করতে হবে, লাখ লাখ বিড়ি শ্রমিকের কর্মসংস্থান নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে, প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি ৮০ টাকা করতে হবে।
×