ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫৫, ১১ জুন ২০১৭

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর রাজারবাগে এক পার্টি সেন্টারে ‘অর্পণ বাংলাদেশ’ নামের একটি সংগঠন আয়োজিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা, ঈদ উপহার, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি কি চায় আমরা তা বুঝতে পারি না’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিউত্তরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বুঝবেন কিভাবে? আপনারা অন্ধ কিভাবে দেখবেন, আপনারা বধির কিভাবে শুনবেন। আপনারা তো শুনতেই চান না। একটা কথা ভুলে যাবেন না যে অন্ধ হলে প্রলয় বন্ধ হয়ে যায় না। আপনারা মানবতার বিরুদ্ধে যে কাজগুলো করছেন, সাধারণ মানুষগুলোকে নিয়ে গিয়ে হত্যা করছেন এর বিচার একদিন হবেই। তার জন্য আপনাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এ জন্য আপনারা প্রস্তুত থাকুন। দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার এবং মানুষের ভোটের অধিকার ফিরে আনতে হবে। তিনি বলেন, এ সরকার থাকলে দেশ থাকবে না। বাংলাদেশ হবে নতজানু একটি রাষ্ট্র। মানুষের কোন নিরাপত্তা থাকবে না। আমরা এই পরিস্থিতির অবসান চাই। তাই এই সরকারের অবসান ঘটাতে হবে। এ জন্য সবাইকে আন্দোলনে শরিক হতে হবে। বর্তমান সরকারের কোন জনসমর্থন নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ সরকার বিরোধী দলের অসংখ্য নেতাকর্র্মীকে খুন ও গুম করেছে। অনেক নেতাকর্মীকে মামলা দিয়ে জেলে পুরেছে। আওয়ামী লীগ বুঝে গেছে তাদের ওপর জনগণের কোন আস্থা নেই। তাদের কোন জনসমর্থন নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকার বেআইনীভাবে দেশ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ যে পদ্ধতিতে দেশ পরিচালনা করছে তা সম্পূর্ণ বেআইনী। আমরা বার বার বলেছি, বেআইনীভাবে ক্ষমতা দখল না করে ছেড়ে দেন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। বিএনপি নেতাকর্মীদের গুম-খুন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নেতাকর্মীদের মধ্যে যারা মারা গেছে, গুম হয়েছে তাদের পরিবারের কি কষ্ট তা আমরা বুঝবনা। যাদের পরিবারের সদস্য হারিয়েছে তারাই বুঝে। এখন তো বিএনপি কোন আন্দোলন করছে না তার পরেও প্রতিদিন কেন নেতাকর্মীদের গুম করা হচ্ছে। অনেকের নামে মামলা দেয়া হচ্ছে। আয়োজক সংগঠনের সভাপতি বিথীকা বিনতে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুসদী লুনা প্রমুখ।
×