ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুখবিহীন মাছ

প্রকাশিত: ০৫:৫৪, ১১ জুন ২০১৭

মুখবিহীন মাছ

অস্ট্রেলিয়ার সমুদ্র গবেষকরা দেশটির পূর্বাঞ্চলের উপকূল থেকে প্রায় আড়াই মাইল ভেতরে মুখবিহীন মাছের সন্ধান পেয়েছেন। মাছটির চোখও নেই কিন্তু খাদ্য গ্রহণের জন্য শরীরের নিচের অংশে একটি ছিদ্রপথ রয়েছে। অস্ট্রেলিয়ান সরকার পরিচালিত সমুদ্র গবেষক দলটি গত এক মাস ধরে নেট, তরঙ্গ যন্ত্র এবং গভীর সমুদ্রের ক্যামেরা নিয়ে অভিযান চালিয়ে মাছটি খুঁজে পান। মাছটির মাথার উপর দুটি দাগের মতো দেখা যায়, ধারণা করা হচ্ছে এটি নাসারন্ধ্র। -ইয়াহু নিউজ
×