ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোবটিক্স ফার্ম

প্রকাশিত: ০৫:৫৪, ১১ জুন ২০১৭

রোবটিক্স ফার্ম

গুগলের রোবট নির্মাতা প্রতিষ্ঠান বস্টন ডাইনামিকস কিনে নিচ্ছে জাপানিজ ইন্টারনেট, সোলার এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ কর্পোরেশন। ২০১৩ সালে বস্টন ডাইনামিকস নামের রোবটিক্স স্টার্টআপ প্রতিষ্ঠান কিনে নেয় গুগল। এ্যাটলাস আর বিগডগ এর মতো রোবট বানানোর জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি। এদিকে সফটব্যাংক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও পরের দিকে রোবটিক্স খাতে চলে যায় এবং ২০১৪ সালে পিপার নামের সফল মানবসদৃশ রোবট বানায়। মানুষের ক্ষমতার বাইরের সমস্যাগুলো সমাধান করবে এই রোবট। -সিবিসি নিউজ
×