ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল বাহিনী প্রধান নিহত

প্রকাশিত: ০৫:৫৩, ১১ জুন ২০১৭

সুন্দরবনে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল বাহিনী প্রধান নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনে র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম (২৮) নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের হড্ডা খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহত রবিউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাঁতিনাখালী গ্রামের মোঃ মিজানুর রহমান সানার ছেলে বলে জানা গেছে। র‌্যাব ও পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের হড্ডা খাল এলাকায় র‌্যাব-৬ খুলনা ও পাইকগাছা থানা পুলিশের সদস্যরা অভিযানে যায়। এ সময় আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলিবর্ষণ করতে থাকে। র‌্যাব-পুলিশের সদস্যরাও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে সুন্দরবনের জলদস্যু বাহিনী প্রধান রবিউলের গুলিবিদ্ধ লাশ, একটি একনলা বিদেশী বন্দুক, একটি পয়েন্ট ২২ বোর এয়ার রাইফেল, একটি পাইপগান, ৪২ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অপর এক বনদস্যু ও আইনশৃংখলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। আহত জলদস্যুকে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনশৃংখলা বাহিনীর আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, নিহত জলদস্যু রবিউল ইসলামের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৬-৭টি মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
×