ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাস ও ট্রেনের অগ্রিম টিকেট আগামীকাল থেকে বিক্রি

প্রকাশিত: ০৫:৫১, ১১ জুন ২০১৭

বাস ও ট্রেনের অগ্রিম টিকেট আগামীকাল থেকে বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল সোমবার থেকে বাস ও রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। একজন যাত্রী সর্বোচ্চ চারটি রেলের টিকেট পাবেন। পাঁচ দিনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন পাওয়া যাবে ২১ জুনের টিকেট। এদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীরাও সকাল সাতটা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেসরকারী বিভিন্ন পরিবহনের অগ্রিম বাসের টিকেট সংগ্রহ করতে পারবেন। রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে সাতজোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এগুলোর মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জ স্পেশাল; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ২৩-২৫ ও ২৮ জুন, তিন জুলাই। চাঁদপুর স্পেশাল-১, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ২৩-২৫, ২৮ জুন ও তিন জুলাই। চাঁদপুর স্পেশাল-২, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ২৩-২৫ ও ২৮ জুন ও তিন জুলাই। রাজশাহী স্পেশাল, রাজশাহী-ঢাকা-রাজশাহী, ২৩-২৫ ও ২৮ জুন ও তিন জুলাই। পার্বতীপুর স্পেশাল, পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর, ২৩-২৫ ও ২৮ জুন ও তিন জুলাই। সোলাকিয়া স্পেশাল-১ চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, পবিত্র ঈদের দিন। সোলাকিয়া স্পেশাল-২ চলাচল করবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ, পবিত্র ঈদের দিন। ঈদে যাত্রী পরিবহনে নতুন ট্রেন নামাচ্ছে মন্ত্রণালয়। ১৭ জুন থেকে নতুন ট্রেন চলাচল করবে। ঈদের আগে ১৭ জুন পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় একজোড়া আন্তঃনগর শাটল ট্রেন চালু করা হবে। এছাড়া ঈদ উপলক্ষে ১৭ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। সকল আন্তঃনগর সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। অগ্রিম টিকেট বিক্রি ॥ আগামীকাল ১২ জুন থেকে ৫দিনব্যাপী ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা টিকেট বিক্রি হবে। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকেট কালোবাজারি রোধেও নেয়া হয়েছে নানা ব্যবস্থা। ১২ জুন প্রথম দিন বিক্রি হবে ২১ জুনের অগ্রিম টিকেট। ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের, ১৪ জুন বিক্রি হবে ২৩ জুনের, ১৫ জুন বিক্রি হবে ২৪ জুনের ও ১৬ জুন বিক্রি হবে ২৫ জুনের অগ্রিম টিকেট। ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল আটটা থেকে অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। ১৯ জুন, বিক্রি হবে ২৮ জুনের ফিরতি অগ্রিম টিকেট, ২০ জুন বিক্রি হবে ২৯ জুনের, ২১ জুন বিক্রি হবে ৩০ জুনের, ২২জুন বিক্রি হবে এক জুলাই, ২৩ জুন বিক্রি হবে দুই জুলাইয়ের অগ্রিম টিকেট। টিকেট কালোবাজারি প্রতিরোধ ॥ ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় বড় স্টেশনে রেলওয়ে পুলিশ, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সহযোগিতায় টিকেট কালোবাজারি প্রতিরোধে সর্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নাশকতা প্রতিরোধ ॥ চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকা- প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। এছাড়া যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিন দিন আগে থেকে কন্টেনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোন গুডস ট্রেন চলাচল করবে না। ঈদ-উল-ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেল-এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। বাসের টিকেট ॥ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা ঈদ উপলক্ষে আগামীকাল ১২জুন থেকে বাসের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যে পরিবহন মালিক সমিতির বৈঠকে এ তারিখ থেকে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিবছরের মতো এবারও বাসের কোন অগ্রিম টিকেট বিক্রি হবে না। শ্যামলি পরিবহনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি চলবে। নগরীর পাঁচটি কাউন্টার থেকে দেয়া হবে টিকেট। শ্যামলি হল কাউন্টার থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রাণীশংকৈলের টিকেট পাবেন যাত্রীরা। ট্যাক্সিক্যাব কাউন্টার থেকে পাবনার টিকেট বিক্রি হবে। কল্যাণপুর কাউন্টার থেকে নওগাঁ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, চাপাই, কুষ্টিয়া ও মেহেরপুরের টিকেট বিক্রি হবে। কল্যাণপুর কাউন্টার থেকে শৈলকুপা ও কাজিপুরের টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। এছাড়াও আসাদগেট কাউন্টার থেকে দিনাজপুরের টিকেট বিক্রি হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল জনকণ্ঠকে জানান, ইতোমধ্যে আমাদের সমিতির বৈঠক হয়েছে। বৈঠকে সবাই দ্রুত সময়ের মধ্যে টিকেট বিক্রির পক্ষে মতামত তুলে ধরেছেন। তাই ১২ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। সোহাগ পরিবহনের কর্ণধার সোহেল বলেন, আমাদের কাছে যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ বিক্রি হবে। টিকেট কালোবাজারি ও বাড়তি ভাড়া রোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। বলেন, কোন বাস কোম্পানি যদি বাড়তি ভাড়া আদায় করে তবে সমিতির পক্ষ থেকে কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মহিলাদের জন্য পৃথক বুথ স্থাপনের কথাও জানান তিনি। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রমেশ চন্দ্র ঘোষ বলেন, ১২ জুন থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য পরিবহন মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, এবার রাস্তাঘাট ও বৃষ্টির কারণে কিছুটা বিপর্যয় হতে পারে। তবে টিকেট পেতে কারো খুব একটা বেগ পেতে হবে না। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে অগ্রিম টিকেট পাওয়া যাবে। তিনি বলেন, কোনভাবেই ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না। এছাড়া প্রতি বাসে ২টি করে টিকেট রিজার্ভ রাখা হবে।
×