ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অগ্রহণযোগ্য কোন ব্যক্তি মনোনয়ন পাবে না ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৮, ১১ জুন ২০১৭

অগ্রহণযোগ্য কোন ব্যক্তি মনোনয়ন পাবে না ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ জুন ॥ সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন জরিপে জনগণের কাছে অগ্রহণযোগ্য কোন ব্যক্তিকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। তিনি বলেন, সহায়ক সরকারের বিধান কোন গণতান্ত্রিক দেশে নেই। বিএনপি এ নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে জনগণ তাদের সঙ্গে নেই। মওদুদ আহমেদ আইনমন্ত্রী ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছে, এখানে সরকারের কোন হাত নেই। এখন তিনি আদালতের রায় মানেন না। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হবে এতেই বোঝা যায়। মন্ত্রী কুমিল্লা বিআরটিএ অফিসটিকে দুর্নীতির আখড়া হিসেবে অবহিত করে বলেন, এ অফিস দুর্নীতি মুক্ত করা না হলে আমি পরিদর্শন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। কুমিল্লা বিআরটিএ কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, কুমিল্লা বিআরটিএ একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে দালালরা সিন্ডিকেট করে সেবা নিতে আসা লোকজনকে হয়রানি করছে। তিনি বিআরটিএ-কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মোঃ নুরুজ্জামানকে উদ্দেশ্য করে বলেন, এখানে বসে বসে কি করেন এর সব খবর আমার কাছে আছে। বিআরটিএ অফিস দালাল ও দুর্নীতিমুক্ত না করলে আমি অফিস পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ সময় মন্ত্রী তার কাছে সর্বশেষ কবেনাগাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে তার নিকট জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এছাড়া মন্ত্রী ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার, চৌদ্দগ্রাম, সুয়াগাজীসহ যেসব স্থানে মহাসড়কের দুইপাশে অবৈধ স্থাপনা রয়েছে তা অপসারণের জন্য হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। মহাসড়কে চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাঁদাবাজিতে এককভাবে কেউ জড়িত নয়। এরসঙ্গে কিছু কিছু রাজনৈতিক নেতা-কর্মী, অসাধু কিছু পুলিশসহ দালালচক্র জড়িত রয়েছে। আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে মহাসড়কে চাঁদাবাজি ও অপরাধ থাকবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলামুর রহমান, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, বিআরটিএ-কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মোঃ নুরুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী ম-ল প্রমুখ। তিনি কিভাবে জানলেন? এদিকে নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী নির্বাচনে কে কয় সিট পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। বিএনপি নেতা ফখরুল কিভাবে এ ঐশীবাণী পেলেন যে আওয়ামী লীগ ৩০ সিট পাবে। ৩০ সিট অন্যকে দিতে গিয়ে নিজেরা ৩০ সিট পেয়েছে ইতোপূর্বে। আগামী নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৩য় বারের মতো বিজয়ী হবে আওয়ামী লীগ। শনিবার দুপুরে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আপনারা জনগণের সঙ্গে ভাল আচরণ করেন। উন্নয়ন ও অর্জন সরকারের ওপর ছেড়ে দিন। মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে আপনাদের ভয়ে এখন তারা প্রতিবাদ করবে না, নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে প্রতিবাদ করে এর শাস্তি দেবে। জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমানে সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমাসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দ।
×