ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীরা যখন ইংল্যান্ডের সমর্থক!

প্রকাশিত: ০৫:৪৮, ১১ জুন ২০১৭

বাংলাদেশীরা যখন ইংল্যান্ডের সমর্থক!

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ ঘিরে টাইগার ক্রিকেটপ্রেমীদের খুব একটা আগ্রহ থাকার কথা নয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শনিবার এজবাস্টনের ম্যাচটার দিকে তাকিয়ে ছিল গোটা বাংলাদেশ। সেটি সমীকরণের কারণে। আগেরদিন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ঐতিহাসিক ব্যাটিং নিউজিল্যান্ড-বধের পর শেষ চারের আশা বাঁচিয়ে রাখে মাশরাফি বিন মর্তুজার দল। পয়েন্টের হিসেবে অস্ট্রেলিয়া হারলেই শেষ চারে বাংলাদেশ। মার্ক উড-আদিল রশিদদের একেকটা উইকেট শিকারে, ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের আউটে তাই লাল সবুজের সমর্থকদের বাঁধভাঙ্গা উল্লাস। ইংল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, বাংলাদেশ বলে চিৎকার। সেই চিৎকার হয়ত বার্মিংহামে গিয়ে পৌঁছায়নি, তবে স্বাগতিক ইংলিশরা কিন্তু শুরুটা করেছে ফেবারিটের মতোই। ৫০ ওভারে ২৭৭/৯-এ থামিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে রান হচ্ছে তাতে লম্বা ব্যাটিংসমৃদ্ধ ইংল্যান্ডের জিতে যাওয়ার কথা। ইয়ন মরগানরা গ্রুপসেরা হয়ে শেষ চারে যাওয়ার সুযোগটা কেন হাতছাড়া করতে চাইবে? অস্ট্রেলিয়ার জন্য এ-গ্রুপের শেষ ম্যাচটা বাঁচা-মরার। নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে টানা দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এমন চিপায় পড়ে অসিরা। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা হারলে তো বটেই, এমনকি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বিমানের ফিরতি টিকেট ধরতে হবে। টসে হেরে ব্যাটিং পাওয়া স্টিভেন স্মিথের দল শুরুতে কিন্তু বড় স্কোরের ইঙ্গিতই দিয়েছিল। হঠাৎই আদিল রশিদের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় অসি-ব্যাটিং লাইনআপ। অন্যপ্রান্তে পেস আক্রমণে ঘায়েল করেন গতি তারকা মার্ক উড। মরগানবাহিনীর সামনে টার্গেট ২৭৮ রানের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪০ রানের ওপেনিং জুটি উপহার দেন দুই হার্ড-হিটার ডেভিড ওয়ার্নার এবং এ্যারন ফিঞ্চ। মার্ক উডের বলে ওয়ার্নার (২৫ বলে ২১) উইকেটকিপার বাটলারের গ্লাভসবন্দী হলে ভাঙ্গে এই জুটি। ফিঞ্চকে নিয়ে হাল ধরেন স্মিথ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৬ রান। তবে ফিঞ্চের (৬৪ বলে ৬৮) পর দ্রুত বিদায় নেন ময়েস হেনরিকস (১৯ বলে ১৭) এবং সেনাপতি স্মিথ (৭৭ বলে ৫৬)। হেনরিকসকে দিয়েই শিকার শুরু করেন রশিদ। এই পর্যায়ে পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্রেভিস হেড। মার্ক উড ম্যাক্সওয়েলকে (৩১ বলে ২০) ফেরানোর পর ভয়ঙ্কর হয়ে ওঠেন রশিদ। পরপর তার শিকার হন ম্যাথু ওয়েড (৩ বলে ২), মিচেল স্টার্ক (৩ বলে ০) এবং প্যাট কমিন্স ( ৭ বলে ৪)। এ্যাডাম জাম্পাকে রানের খাতা খুলতে দেননি উড। শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এই পর্যায়ে কিছুটা যেন গা-ছাড়া ইংলিশ শিবিরে ক্যাচ মিসের মহোৎসব শুরু হয়ে যায়। নইলে প্রতিপক্ষ আরও আগেই অলআউট হতে পারত। অবশেষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রানে থামে অসিরা। বিপদের মধ্যে ৬৪ বলে ৭১ রানের কার্যকর ইনিংস খেলে অপরাজিত থাকেন হেড। পেসার মার্ক উড এবং লেগস্পিনার আদিল রশিদ দু’জনেই নেন সমান ৪টি করে উইকেট। ১ উইকেট বেন স্টোকসের। এরপরও স্মিথরা হেরে যাক অথবা আরও একবার বৃষ্টির বাঁধায় কোন ম্যাচ শেষ না করেই পত্রপাঠ বিদায় নিক, বাংলাদেশ সেমিতে উঠুক, টাইগার ক্রিকেটপ্রেমীদের চাওয়া যে সেটাই।
×