ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুপ ভট্টাচার্য আইসিইউতে

প্রকাশিত: ০৭:০১, ১০ জুন ২০১৭

অনুপ ভট্টাচার্য আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক অনুপ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে গভীর পর্যবেক্ষণে আছেন। খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে তৃষার জামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও নাট্যনির্দেশক সুদীপ চক্রবর্তী। শিল্পীর কন্যা তৃষার সঙ্গে যোগাযোগ করা হলে শুক্রবার বিকেলে তিনি জনকণ্ঠকে জানান, বাবা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। গত এক সপ্তাহ ধরে ফুসফুসজনিত রোগে কারণে খুবই শ্বাসকষ্ট হচ্ছিল। শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে গেলে গত বুধবার সন্ধ্যায় পপুলার হাসপাতালের ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এনামুল করিমকে দেখানো হয়। ডাক্তার বাবাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার কথা বলেন। তার পরামর্শ অনুযায়ী পরের দিন বৃহস্পতিবার সকালে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাই ডিফেন্স ইউনিটে চিকিৎসা শুরু হয়। কিন্তু সেখানে ওইদিন রাত ১টার দিকে তার অবস্থার অবনতি হলে এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ না থাকায় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বারডেমে নেয়া হয়। সেখানে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার পর লাইফসাপের্টে রাখা হয় বাবাকে। শুক্রবার সকালের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউতে দিয়েছে। বর্তমানে এই হাসপাতালে ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। রাজশাহীর এক সঙ্গীত পরিবারে শিল্পী অনুপ ভট্টাচার্যের জন্ম। খুব ছোটবেলা থেকেই গান শিখতেন তিনি। মাধ্যমিক স্কুল শিক্ষা শেষ করার পর উত্তরবঙ্গের প্রখ্যাত সঙ্গীতগুরু প্রয়াত হরীপদ দাসের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। তিনি বাংলাদেশ বেতারের প্রথম ব্যাচের একজন শিল্পী। রেডিওতে ১৯৬৩ সালের ১১ মার্চ প্রথম গান করেন তিনি। এদিন একটি রবীন্দ্রসঙ্গীত আর একটি আধুনিক গান দিয়ে যাত্রা শুরু হয় তার। অনেক আধুনিক গানের সুর করেছেন তিনি। এরমধ্যে বিশেষ শ্রোতাপ্রিয়তা পায় শিল্পী রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে জল চেয়ে’ ও মিতালী মুখার্জীর গাওয়া ‘সুখ পাখী রে’। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’ সহ বেশ কিছু সমবেত গানে কণ্ঠ দেন তিনি।
×