ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্ধুর মৃত্যুশোকে অনুশীলন স্থগিত বোল্টের

প্রকাশিত: ০৭:০০, ১০ জুন ২০১৭

বন্ধুর মৃত্যুশোকে অনুশীলন স্থগিত বোল্টের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমেই নিকটতর হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপস আসর। আগস্টে অনুষ্ঠিতব্য এই আসরের জন্য এখন প্রস্তুত হচ্ছেন বিশ্বের সেরা এ্যাথলেটরা। সর্বকালের সবচেয়ে গতিধর মানব উসাইন বোল্টও নিজেকে প্রস্তুত করার জন্য এখন অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দুয়েকটি প্রতিযোগিতামূলক আসরেও অংশ নেবেন তিনি প্রস্তুতি ভালভাবে সম্পন্নের জন্য। এবার নতুন মৌসুম শুরু করবেন তিনি রেসার্স গ্রাঁ প্রিঁ ট্র্যাক মিট দিয়ে। কিন্তু রবিবার অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছেন বোল্ট। কাছের এক বন্ধুর আচমকা মৃত্যুর কারণে শোক প্রকাশ করতেই তিনি অনুশীলন স্থগিত করেন। এ বছরই অবসরে যাওয়ার বিষয়টি আগেই জানিয়েছিলেন বোল্ট। সর্বকালের সবচেয়ে গতিধর এ জ্যামাইকান স্প্রিন্টার আগামী বিশ্বচ্যাম্পিয়নশিপস শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে সরে দাঁড়াবেন। শেষ মৌসুমে তাই যতটা সম্ভব প্রতিযোগিতায় অংশ নিতে চান তিনি। তাই জোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু শনিবার এক টেলিভিশন সাক্ষাতকারে জানিয়েছেন আপাতত দুই সপ্তাহেরও বেশি সময় তিনি অনুশীলন করতে পারবেন না। কারণ মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ঘনিষ্ঠ বন্ধু জারমেইন ম্যাসন। জ্যামাইকান বংশোদ্ভূত ম্যাসন হাইজাম্পে অলিম্পিক রৌপ্য জিতেছিলেন। তিনি বাইক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে বোল্ট বলেন, ‘আমি মোটামুটি আগামী দুই সপ্তাহের জন্য অনুশীলন করতে পারব না। আমি আসলে নিজের মধ্যে অনুশীলনের জন্য কোন অনুভূতিই বোধ করছি না। আমি অনুশীলন করার জন্য প্রস্তুত না।’ জ্যামাইকার মাটিতে বোল্টের শেষ প্রতিযোগিতা হবে এটিই। নিজ ক্লাবের পক্ষ থেকে তার সম্মানেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। রেসার্স গ্রাঁ প্রিঁ ইভেন্টের ১০০ মিটারে লড়বেন তিনি। নতুন চুক্তি কাভানির স্পোর্টস রিপোর্টার ॥ প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি করেছেন এডিনসন কাভানি। এর ফলে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ফ্রান্সের ক্লাবটিতেই থাকছেন উরুগুয়ের এই তারকা ফুটবলার। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে কাভানির সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এ মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোল করেছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিবেলায় দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে নজর কেড়েছেন বেশ কিছু নামি-দামি ক্লাবের।
×