ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হল অব ফেমে গ্রেট মুরালি

প্রকাশিত: ০৬:৫৯, ১০ জুন ২০১৭

হল অব ফেমে গ্রেট মুরালি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম শ্রীলঙ্কান হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার ওভালে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের প্রথম ইনিংস শেষে গ্রেট মুরালির হাতে সনদ তুলে দেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সাবেক শ্রীলঙ্কান এ অফ-স্পিনারের আগে আইসিসির বিশেষ এ সম্মানে ভূষিত হয়েছেন অস্ট্রেলিয়ার কারেন রোল্টন, আর্থার মরিস, স্যার ডন ব্র্যাডম্যান ও জর্জ লেহম্যান। অনুভূতি জানিয়ে মুরলি বলেন, ‘এ মুঞূর্তটি গর্বের ও সম্মানের। বিশেষ করে এ সম্মান আমাদের অন্য ক্রিকেটারদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আমাকে এমন সম্মানে ভূষিত করায় আইসিসির কাছে কৃতজ্ঞ।’ আর আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘সত্যিকারের মহান খেলোয়াড়কে হল অব ফেমের স্বীকৃত দেয় আইসিসি। তাই এই সেরা খেলোয়াড়রা একটি সম্মানিত দল। এই যুগের অন্যতম সেরা খেলোয়াড় মুরালি। শ্রীলঙ্কাকে টেস্ট ও ওয়ানডেতে বড় দলে পরিণত করতে মুরালির অনেক অবদান ছিল।’ ২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মুরালিধরন। ১৩৩ টেস্টে রেকর্ড ৮০০ উইকেট, ৩৫০ ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ৫৩৪ উইকেট। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন মুরালিধরন। ফিটনেস শঙ্কায় ডি ভিলিয়ার্স স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি দলটির অধিনায়ক ও বড় তারকা এবি ডি ভিলিয়ার্স। রবিবার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে মহাগুরুত্বপূর্ণ তৃতীয় ও শেষ ম্যাচের আগে তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৪ রানের পর পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন ডি ভিলিয়ার্স। পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে প্রোটিয়ারা হারের পর ডি ভিলিয়ার্সের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর থেকেই এ সমস্যার জন্য ডাক্তারদের পরামর্শে রয়েছেন তিনি। ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা (সিএ) নিশ্চিত করেছে রবিবার ভারতের বিপক্ষে ম্যাচের আগেরদিন ফিটনেস পরীক্ষা দিতে হবে ডি ভিলিয়ার্সকে। গ্রুপ ‘বি’তে একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট জমা রয়েছে সবগুলো দলের স্কোরবোর্ডে। ভারতের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি তাই অঘোষিত কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখা হচ্ছে। জয়ী দলটিই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকেট পাবে। গত দুই ম্যাচে দলের হয়ে কিছু করতে না পারলেও ভারতের বিপক্ষে ডি ভিলিয়ার্স ফিটনেস নিয়ে সেরাটা দেবেন; এমনটাই প্রত্যাশা প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গোর। হাঙ্গেরিতে যাচ্ছেন সাঁতারু শিলা, সাগর ও জুয়েল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪-৩০ জুলাই হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ সাঁতার ফেডারেশন জানিয়েছে এই আসরে অংশ নেবেন তিন সাঁতারু মাহফুজা খাতুন শিলা, মাহফিজুর রহমান সাগর এবং জুয়েল আহমেদ। বর্তমানে সাগর আছেন থাইল্যান্ডে হাই পারফর্মেন্স ট্রেনিংয়ে। শিলা আর জুয়েল আছেন ছুটিতে। দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তেগুন এখন অনুশীলনে ব্যস্ত দুই জুনিয়র সাঁতারুকে নিয়ে। ১৮-২৭ জুলাই সামোয়ায় অনুষ্ঠিত হবে ইয়ুথ কমনওয়েলথ গেমস। সেখানে অংশ নেবেন দুই জুনিয়র সাঁতারু আরিফুল ইসলাম ও দথৈ।
×