ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিসিকের জোড়া গোলে যুক্তরাষ্ট্রের জয়

প্রকাশিত: ০৬:৫৯, ১০ জুন ২০১৭

পুলিসিকের জোড়া গোলে যুক্তরাষ্ট্রের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বরুশিয়া ডর্টমুন্ডের ক্রিস্টিয়ান পুলিসিকের জোড়া গোলের সৌজন্যে বিশ্বকাপ বাছাইপর্বে কনকাকাফ অঞ্চলের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করেছে যুক্তরাষ্ট্র। ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোর বিপক্ষে ২-০ গোলের এই জয়ের ফলে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ ধরে রেখেছে মার্কিনীরা। এদিন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বাছাইপর্বের আরেক ম্যাচে মেক্সিকো ৩-০ গোলে হারিয়েছে হন্ডুরাসকে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচের ৫২ মিনিটে ডি আন্দ্রের ইয়েডলিনের নীচু ক্রসের বলকে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন পুলিসিক। ম্যাচের ৬২ মিনিটে জজি আল্টিডোরের নিখুঁত থ্রোয়ের বল নিয়ে দ্বিতীয়বারের মতো লক্ষ্য ভেদ করেন এই উদীয়মান তারকা। এটি ছিল তার সপ্তম আন্তর্জাতিক গোল। এ পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৭ গোল করেন তিনি। ম্যাচ শেষে পুলিসিক বলেন, ‘এই জয়ের ফলে আমরা সামনে এগিয়ে যাবার পথে রয়েছি। প্রথমার্ধেই আমরা কয়েকটি সুযোগ পেয়েছিলাম। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারিনি। তবে একবার তাদের পিছিয়ে দিতে পারার পর আমাদের খেলার মান সঠিক চেহারায় ফিরে আসে। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তা প্রদর্শন করতে পেরেছি। এটি ছিল দারুণ একটি ম্যাচ।’ এই জয়ের ফলে সর্বমোট ৭ পয়েন্ট নিয়ে কনকাকাফ অঞ্চলে বিশ্বকাপের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ১৩ পয়েন্ট নিয়ে মেক্সিকো শীর্ষে এবং ৮ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে কোস্টারিকা। এই তালিকার শীর্ষ তিনটি দল আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। তালিকার চতুর্থ দলটিকে প্লে-অফ ম্যাচের বৈতরণী পার হয়ে চূড়ান্ত আসরে অংশগ্রহণের সুযোগ নিতে হবে। এদিকে সৌদি আরবকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা অক্ষুণœœ রাখলো অস্ট্রেলিয়া। সেল্টিক মিডফিল্ডার টম রজিকের জাদুকরী পারফর্মেন্সের সৌজন্যে বাছাইপর্বে সৌদি আরবকে ৩-২ গোলে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এডিলেডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের বি গ্রুপের ম্যাচের ৭ম মিনিটেই জুরিসের দেয়া গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ২৩ মিনিটে সালেম আল দাওসারির গোলে সমতায় ফেরে সৌদি আরব। ম্যাচের ৩৬তম মিনিটে ফের গোল করে সকারুদের লিড এনে দেন জুরিস। এবারও পার পায়নি স্বাগতিক দল। বিরতিতে যাবার আগমুহূর্তে সেটিও পরিশোধ করে দেন মোহাম্মদ আল সালাভি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪তম মিনিটে ২৪ বছর বয়সী রজিকের অসাধারণ গোলটিই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল। বাঁ পায়ে রজিকের দূরপাল্লার ভলিটি সরাসরি আশ্রয় নেয় সৌদি গোলপোস্টে। এই জয়ের ফলে বি গ্রুপে জাপান ও সৌদি আরবের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি রাশিয়ার ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তৃতীয় স্থানে থাকা দলকে বিশ্বকাপে অংশ নিতে হলে পার হতে হবে প্লে-অফ ম্যাচের বাধা। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত অপরাজিত থাকলেও এ পর্যন্ত অংশ নেয়া সাত ম্যাচের সবকটিতেই ড্র করেছে অস্ট্রেলিয়া।
×