ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোটেল ব্যবসায় নাম লেখালেন মেসি

‘রোনাল্ডো তুলনাহীন, অসাধারণ’

প্রকাশিত: ০৬:৫৯, ১০ জুন ২০১৭

‘রোনাল্ডো তুলনাহীন, অসাধারণ’

স্পোর্টস রিপোর্টার ॥ এখন চারিদিক থেকে প্রশংসার স্রোতে ভাসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে পর্তুগীজ সুপারস্টারের বিরুদ্ধে পুরনো একটা অভিযোগ আছে। তিনি নাকি স্বার্থপর। নিজে গোল করতেই বেশি ভালবাসেন। সতীর্থরা গোল করলে খুব একটা উল্লাস দেখান না। এমনকি দল জিতলেও তিনি গোল না পেলে শোকে ম্রীয়মাণ ও মুখ গোমড়া করে থাকেন। তবে রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ উড়িয়ে দিলেন তারই ক্লাব সতীর্থ করিম বেনজামা। ফরাসী এই ফরোয়ার্ড জানিয়ে দিলেন, রোনাল্ডো কখনই স্বার্থপর নয়। তিনি গোল করতে চান এটা সত্য। তবে দলের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত থাকেন সি আর সেভেন। শেষ হওয়া মৌসুমে রোনাল্ডোর দুর্দান্ত পারফর্মেন্সে ভর করেই পাঁচ বছর পর লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। গতবারের মতো এবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি জিতেছে লস ব্লাঙ্কোসরা। ৪৬ ম্যাচে ৪২ গোল করে রিয়ালের এই অসাধারণ সাফল্যের অন্যতম কারিগর পর্তুগীজ অধিনায়ক। বেনজামাও স্বীকার করে নিচ্ছেন সতীর্থের এমন অবদান। তিনি বলেন, রোনাল্ডো সত্যিই অসাধারণ, তুলনাহীন। ও রিয়ালের জন্য যা করেছে সেগুলো ভাবলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এরপরই মাঠে রোনাল্ডোর আচরণ সম্পর্কে প্রশ্ন করা হয় ফরাসী এই তারকাকে। জানতে চাওয়া হয় রোনাল্ডো কি আসলেই স্বার্থপর? বেনজামা বলেন, জানি না মানুষ কোন বিচারে এসব গুজব ছড়ায়। আমার বলার কিছুই নেই। সে অসাধারণ একজন মানুষ। মাঠে একে অপরকে দারুণ বুঝি আমরা। সে বলটাকে কাছে রাখতে চায়। কারণ তার কাছ থেকে বল কেড়ে নেয়া খুবই কঠিন। সে কখনও স্বার্থপর নয়। তবে তার গোলক্ষুধা অনেক। গেল মৌসুমটা বেনজামারও ভাল কেটেছে। ৪৮ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, কোচ জিনেদিন জিদান যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই নিজেকে দলের জন্য উজাড় করে দিয়েছেন। এদিকে রোনাল্ডোর পথ অনুসরণ করে হোটেল ব্যবসায় নাম লেখালেন লিওনেল মেসি। গত বছর পর্তুগালকে ইউরো জেতানোর কয়েকদিন পর পর্তুগালের নিজ জন্মস্থান মাদেইরাতে ‘পেসটানা সি আর সেভেন’ নামে হোটেল উদ্বোধন করেন রোনাল্ডো। এবার তার পথেই হাঁটলেন মেসি। বার্সিলোনায় একটি চারতারকা হোটেল ক্রয় করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা। বার্সিলোনা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সিটগেজের সমুদ্র সৈকতের পাশে অবস্থিত মেসির এই হোটেল। ‘মিএম’ নামে এই হোটেলটিতে আছে ৭৭টি কক্ষ। এই হোটেলের মালিকানা নেয়ার জন্য ৩০ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এই হোটেলে রাত কাটানোর জন্য জনপ্রতি গুনতে হবে ২৫০ থেকে ৩০০ ইউরো। এর আগে গত বছর ভাই রড্রিগো মেসিকে সঙ্গে নিয়ে বার্সিলোনাতেই রেস্টুরেন্ট খোলেন মেসি। আল বেলাভিস্তা ডেল জারদিন নামে এ রেস্টুরেন্ট আয়তনে এক হাজার স্কয়ার ফুট। এর সঙ্গে আরও এক হাজার স্কয়ার ফুটের একটি বাগান আছে। জানা গেছে, মেসির পছন্দের সব খাবারই পাওয়া যায় এই রেস্টুরেন্টে। এছাড়া এখানে নাকি রান্না শেখানোর কোর্সও করান হয়।
×