ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-বধকে স্মরণীয় বলছেন ম্যাথুজ

প্রকাশিত: ০৬:৫৮, ১০ জুন ২০১৭

ভারত-বধকে স্মরণীয় বলছেন ম্যাথুজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে যে কোন দল যে কোন দিন জিততেই পারে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কানদের প্রথম জয়টা যেন ঘোরলাগানিয়া। এমনিতে নিজেদের টুর্নামেন্টের আন্ডারডগ হিসেবে মেনে নিয়েছে তারা। তার ওপর দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার দিয়ে শুরু। সেই তারাই হট-ফেবারিট ভারতকে হারিয়ে দিল ৭ উইকেটে ৩২১ রান টপকে। গ্রুপ বি থেকে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখা এ জয়ের পর অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ তাই দারুণ উজ্জীবিত। নিজেদের ওয়ানডে ইতিহাসে লঙ্কানদের এটি যৌথভাবে সর্বোচ্চ রান টপকে জয়ের রেকর্ড। ম্যাথুজ বলেন, ‘সত্যি, এটা আমাদের অন্যতম সেরা জয়। বিশেষ করে রান টপকে। দুই কুশলই খুব ভাল ব্যাট করেছে। ইনজুরি থেকে ফেরার পর আমি নিজেও ছন্দ ফিরে পেয়েছি। তার ওপর শেষ চারের আশা বেঁচে থাকল। সবমিলিয়ে ভারতের বিপক্ষে জয়টাকে স্মরণীয়ই বলতে হবে।’ লঙ্কান সেনাপতি আরও বলেন, ‘আমাদের বোলাররা ভারতকে ৩২১ রানে আটকে রেখেছিল? বারবার মনে হয়েছিল রানটা তাড়া করা সম্ভব। এই ম্যাচের আগে সাঙ্গাকারার সঙ্গে নেটে সময় কাটিয়ে আমাদের বেশ উপকার হয়েছে। তার পরামর্শ এই ম্যাচে আমাদের অনেক সাহায্য করেছে। এই জয়ের পেছনে সাঙ্গার অবদান অনেক বেশি।’ কেবল নেটে উপস্থিত থেকেই নয় টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে আইসিসির ওয়েবসাইটে লেখা এক কলামে উত্তরসূরিদের তাতিয়ে তুলেছিলেন কিংবদন্তি এই ব্যাটসম্যান। সাঙ্গা সেখানে লেখেন, ‘বর্তমান দলটির স্বচ্ছ উদ্দেশ্যের অভাব আছে এবং নিজেদের মেলে ধরতে দ্বিধা করে। বর্তমান ক্রিকেটাররা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন মেটাতে পারছে না। এটা স্পষ্ট হয়ে উঠছে যে তাদের শক্তিমত্তা দেখাতেও তারা ভিতু। একজন শ্রীলঙ্কান হিসেবে আমি আশাকরি তারা সংঘবদ্ধ হতে পারবে এবং একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে যা তাদের অসাধারণ মেধা ও সামর্থ্যকে পরিপূর্ণভাবে প্রদর্শন করবে।’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এখন পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী ম্যাথুজের শ্রীলঙ্কা। ফিটনেস টেস্টে উতরাতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক। নেতৃত্ব দেন উপুল থারাঙ্গা। তবে সেøা-ওভার রেটের কারণে তাকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। ফর্মে ছিলেন না ২০১৫ সালের পর আবারও ওয়ানডেতে ফেরা দলের সেরা পেসার লাসিথ মালিঙ্গা। এছাড়া মিডল অর্ডারের ভরসা চামারা কাপুগেদারাও ছিলেন না হাঁটুর ইনজুরির কারণে। এমন ভঙ্গুর দল নিয়েই ভারতকে হারিয়ে দিল লঙ্কানরা। দলপতি ম্যাথুজের চোখে তাই, ‘এটা অন্যতম সেরা জয়।’ ৩২১ রানের বড় স্কোর গড়ার পর অনেকেই হয়তো কোহলিদের জয় অবধারিত বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সমন্বয়ের দারুণ উদাহরণ গড়ে লঙ্কানরা ম্যাচটি জিতে নিয়েছে বড় ব্যবধানে। শ্রীলঙ্কার এই জয়ে জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের লড়াই। ‘বি’ গ্রুপের চারটি দলের দুটি করে খেলা শেষে সবার ঘরেই যোগ হয়েছে দুই পয়েন্ট। এই গ্রুপের শেষ দুটি ম্যাচের জয়ী দল পেয়ে যাবে সেমিফাইনালের টিকেট। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। আর অপর ম্যাচে মুখোমুখি হবে দুই ফেভারিট ভারত ও দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের মধ্যে একটিকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
×