ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মহত্যা করতে চেয়েছিলেন লোচেট!

প্রকাশিত: ০৬:৫৭, ১০ জুন ২০১৭

আত্মহত্যা করতে চেয়েছিলেন লোচেট!

স্পোর্টস রিপোর্টার ॥ আমেরিকান সাঁতারু রায়ান লোচেট। রিও অলিম্পিকে একটি গ্যাস স্টেশনে নিজের অপকর্ম ঢাকতে ছিনতাইয়ের মিথ্যে গল্প ফেঁদে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর কেমন অনুভূতি হয়েছিল ছয়টি স্বর্ণসহ ১২টি অলিম্পিক পদকজয়ী রায়ান লোচেটের? সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘রিওর পর আমি হয়ত পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলাম। অনেক সময় আমি শুধু কেঁদেছি আর ভেবেছিÑ বিছানায় ঘুমের পর যদি আর না জাগি, সেটাই সবচেয়ে ভাল হবে। জীবনের সব হিসেব চুকে ফেলতে চেয়েছিলাম।’ কিন্তু খারাপ সময় পিছনে ফেলে অনাগত সন্তানকে আঁকড়ে ধরে আবার বাঁচার উদ্দেশ্য খুঁজছেন তিনি। এ বিষয়ে লোচেট বলেন, ‘আমার সন্তান পৃথিবীতে আসছে। আগুনের শিখা জ্বলে উঠেছে, যা যে কোন সময়ের চেয়ে উজ্জ্বল। টোকিও’র কথা ভেবে আশাবাদী।’ অলিম্পিক সাঁতারের ইতিহাসে পদক জয়ের রেকর্ডে স্বদেশী কিংবদন্তি মাইকেল ফেলপসের পরই অবস্থান লোচেটের। ১২টি অলিম্পিক পদক তার। গত বছর রিও অলিম্পিকে রিলেতে জিতেছেন সোনা। ৬টি সোনা, তিনটি রুপা ও তিনটি ব্রোঞ্জ তার অলিম্পিকে।
×