ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিকলীতে সাঁতার উৎসব

প্রকাশিত: ০৬:৫৭, ১০ জুন ২০১৭

নিকলীতে সাঁতার উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় পর্যায়ে সাঁতারে বেশ সুনাম রয়েছে কিশোরগঞ্জের সাঁতারুদের। আন্তর্জাতিক পর্যায়েও পদক জয়ের নজির রয়েছে তাদের। এই সাফল্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সাঁতারে তরুণদের উদ্বুদ্ধ করতে ক্রীড়া পরিদফতরের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘সাঁতার উৎসব’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। উৎসবে সাবেক তারকা সাঁতারুদের সঙ্গে থাকবেন তরুণ সাঁতারুরাও। ১১ জুন সকাল ১০টায় সাঁতারুদের এই মহাউৎসব আয়োজন করা হবে কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদে। বিভিন্ন স্কুল থেকে বাছাইকৃত ৪০ সাঁতারুদের নিয়ে আয়োজন করা হবে কর্মশালা, বিতরণ করা হবে ক্রীড়া সামগ্রী। নতুনদের উৎসাহ যোগাতে কর্মশালায় যোগ দিচ্ছেন সাফ সোনাজয়ী সাঁতারু মাহফুজা আক্তার শিলা এবং শাহজাহান রনি। এছাড়াও থাকবেন সফল সাঁতার কোচ মোঃ সোলায়মান। সম্মাননা দেয়া হবে কিশোরগঞ্জের ৪ কৃতী সাঁতারু এবং সফল দুটি ক্লাবকে। সেমিনার অন স্পোর্টস ইঞ্জুরিস স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের তত্ত্বাবধানে ও বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় গত শুক্রবার দিনব্যাপী বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ ফেডারেশনের সভাকক্ষে ‘সেমিনার অন স্পোর্টস ইঞ্জুরিস’ অনুষ্ঠিত হয়। এই সেমিনার পরিচালনা করেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত কলকাতা মেডিক্যাল কলেজের অর্থপেডিক বিভাগের হাঁটু শৈল্য চিকিৎসা বিশেষজ্ঞ ডাঃ রাজিব রামান। সেমিনারে ৪৫ হ্যান্ডবল কোচ অংশ নেন। সেমিনার চলাকালীন সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। আরও ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও সহকারী সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান স্বপন এবং বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উল্লাহ লাভলু ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরণ। সাফ অ-১৮ চ্যাম্পিয়নশিপ প্রশিক্ষণ ক্যাম্প শুরু স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২২ সেপ্টেম্বর-১ অক্টোবর পর্যন্ত নেপালে অনুষ্ঠিতব্য ‘সাফ অ-১৮ চ্যাম্পিয়নশিপ’ এবং আগামী ২৯ অক্টোবর-৯ নবেম্বর পর্যন্ত তাজিকিস্তানে অনুষ্ঠিতব্য ‘এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ ২০১৮ কোয়ালিফায়ার্সে’র খেলায় বাংলাদেশ অ-১৮ জাতীয় ফুটবল দল অংশ নেবে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে অংশগ্রহণকারী ক্লাবসমূহ থেকে অ-১৮ খেলোয়াড়রা আগামী ১০-১২ জুন পর্যন্ত সকাল সাড়ে ৯টায় এবং সদ্য সমাপ্ত ‘অ-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপ’ থেকে বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহণে আগামী ১৩-১৪ জুন প্রত্যহ সকাল সোয়া ৮ টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনাবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। তালিকা অনুযায়ী অ-১৮ ফুটবলাররা বৃহস্পতিবার থেকে অনাবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামসহ উপস্থিত হন এবং ক্যাম্পে যোগ দেন। গিনেজ বুকে আবারও নাম লেখাতে চলেছেন হালিম স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয়বারের মতো গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে চলেছেন বাংলাদেশী ওয়ান্ডারম্যান আব্দুল হালিম। বৃহস্পতিবার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে ১৩.৭৪ কিলোমিটার পথ অতিক্রম করে নতুন এই রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান দু’বারের গিনেজ রেকর্ডধারী হালিম। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ২০১১ ও ২০১৬ সালে দুটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েন হালিম। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি বল মাথায় নিয়ে সাইকেল চালানো শুরু করেন। প্রবল বাতাসের ঝাপটায় দুপুর ১টা ১২ মিনিটে তার মাথা থেকে বল পড়ে যায়। ১ ঘণ্টা ১৯ মিনিটে ৯১ ল্যাপে ১৩.৭৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। যা নতুন রেকর্ড। গত বছর এই রেকর্ডের জন্য হালিম যখন গিনেজ বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তখন তারা কমপক্ষে ৫ কিলোমিটার অতিক্রম করার ক্যাটাগরি নির্ধারণ করে দিয়েছিল।
×