ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হারের পর কোহলির উপলব্ধি

প্রকাশিত: ০৬:৫৫, ১০ জুন ২০১৭

হারের পর কোহলির উপলব্ধি

স্পোর্টস রিপোর্টার ॥ এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। যে দল হারবে সে দলই নেবে বিদায়। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপের সব সমীকরণ গিয়ে ঠেকেছে শেষ দুটি গ্রুপ ম্যাচের ফলাফলের ওপর। রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সোমবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বিজয়ী দল উঠবে সেমিফাইনালে। বৃহস্পতিবার রাতে ৩২১ রান করেও শ্রীলঙ্কার কাছে হেরে গেছে ভারতীয় দল। আর সে কারণে ভারত অধিনায়ক বিরাট কোহলি এটা নিশ্চিতভাবে বুঝে গেছেন রান আরও করতে হবে। তিনি আশা করছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও রান করতে পারবে দলের ব্যাটসম্যানরা। আর সেটা সম্ভব হলেই জিতে বের হওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই সেমিফাইনাল অনেকখানি নিশ্চিত হয়ে যেত ভারতের। গত আসরের চ্যাম্পিয়নদের মিশন এবার শিরোপা ধরে রাখার। কিন্তু এখন সেমিতে ওঠাই হুমকির মুখে পড়ে গেছে। লঙ্কানদের কাছে ৭ উইকেটে হারের পর এই শঙ্কায় পড়েছেন কোহলিরা। এ বিষয়ে কোহলি বলেন, ‘যখন কেউ খেলায় হারে তখন অনেক নেতিবাচক বিষয় উঠে আসে। কিন্তু কোন একটি দল যখন খুব ভালভাবে এগিয়ে আসে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, ভাল শট খেলতে পারে তখন অবশ্যই সম্মান জানিয়ে হ্যাট খুলে সম্ভাষণ জানানো উচিত। এরপর প্রশংসা করে বলা উচিতÑ অনেক ভাল খেলেছো।’ শ্রীলঙ্কা এ টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবেই বিবেচিত হচ্ছে। কিন্তু যেভাবে খেলেছে লঙ্কানরা তাতে করে এখন আর সেটা বলা যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রান তাড়া করেও ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তারা। ৩২১ রানের বিশাল সংগ্রহ গড়েও এ পরাজয় একটি শিক্ষা দিয়েছে কোহলিদের। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখলাম যে অনেক রানই করেছিলাম আমরা কিন্তু জিততে পারিনি। আমরা বেশ ভাল মানের বোলিংও করেছি। কিন্তু সেই বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটসম্যানরা যদি দারুণ কিছু করে এবং এভাবে রান তাড়া করে জিতে যায় সেক্ষেত্রে কৃতিত্বটা প্রতিপক্ষকে দিতেই হবে।’ ভারতীয় দল আগে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে। তবে অধিনায়ক কোহলি শূন্য রানেই সাজঘরে ফেরেন। যুবরাজ সিংও মাত্র ৭ রান করতে পেরেছেন। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে শনিবারের অতীব গুরুত্বপূর্ণ ম্যাচে একই ভুল করার সুযোগ নেই। রান করতে হবে আরও। এ বিষয়ে কোহলি বলেন, ‘আমার মনে হয় মাঝপথে আমরা আরও অনেক রান করতে পারতাম। আমরা উইকেট হারিয়েছিলাম, আর ওরা উইকেট ধরে রেখেছিল এবং রান বাড়িয়ে নিয়েছিল। তাদের সবাই নেমে ইতিবাচক মনোভাব দেখিয়ে ব্যাট চালিয়েছে। আমার মনে হয় নিজেদের ওপর আরও বেশি চাপ দিতে হবে আমাদের পরবর্তী ম্যাচে। অনেক বেশি রান করতে হবে। দলগতভাবে আমরা সেটা অনেকবারই করতে পেরেছি। অন্তত আজ (শ্রীলঙ্কার বিরুদ্ধে যত রান করেছি তারচেয়ে ২০ রান বেশি করতে হবে। তাহলে হয়তো এ রকম ফলাফল দেখতে হবে না। কারণ একই ভেন্যুতে খেলব আবার।’ দক্ষিণ আফ্রিকার পয়েন্টও ২। ‘বি’ গ্রুপে চারটি দলের পয়েন্ট ২ করে। তাই পরবর্তী দুই ম্যাচে যে দলটি জিতবে তারাই যাবে সেমিতে। কিন্তু ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে নির্ধারণ হবে শেষ চারে যাওয়া দু’দল। ওই ক্ষেত্রে ভারত (+১.২৭২), দক্ষিণ আফ্রিকা (+১.০০০) আছে বাকি দুই দল শ্রীলঙ্কা (-০.৮৭৯) ও পাকিস্তানের (-১.৫৪৪) চেয়ে এগিয়ে।
×