ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হতাশ তমাল এখন সফল খামারি

প্রকাশিত: ০৬:৪২, ১০ জুন ২০১৭

হতাশ তমাল এখন সফল খামারি

উচ্চ শিক্ষা গ্রহণ করে চাকরি না পেয়ে হতাশায় ভোগেননি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখী গ্রামের যুবক তমাল জয়ধর। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে পাঁচ বছর আগে স্বল্প পরিসরে নিজ বাড়িতে দু’টি খামারে হাঁস ও মুরগি পালন শুরু করেন। বিশ্বদেব জয়ধরের ছেলে তমাল জয়ধরের খামারে অল্পদিনের মধ্যেই সফলতা আসতে শুরু করে। পাশাপাশি তিনি বাড়ির পাশে ধানের জমিতে (ধান কাটার পরে দীর্ঘ সময় পরিত্যক্ত ফসলহীন ক্ষেত) নেট দিয়ে মাছ চাষ শুরু করেন। নিজের ও অন্যের প্রায় ১৫ একর জমি লিজ নিয়ে তাতে মাছের ঘের করে বছর ঘুরতেই লাভের টাকা আসে তমালের হাতে। গত পাঁচ বছর ধরে তমাল জয়ধরের হাঁস, মুরগি ও মাছ চাষে সুফল পাওয়ায় খামারের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ওই গ্রামের অর্ধশতাধিক পরিবারের জমিতে মাছ চাষ করায় তারাও বাড়তি টাকা পেয়ে সাবলম্বী। বর্তমানে তমাল জয়ধরের বড়সড় আকারের তিনটি মুরগির খামার, একটি হাঁসের খামার ও দুটি মৎস্য ঘের রয়েছে। গত বছর প্রতিবেশী এক যুবককে কবুতর পালন করতে দেখে তমালের ইচ্ছা জাগে কবুতর পালনে। তাই একবছর পূর্বে নিজ বাড়িতেই শেড তৈরি করে দেশী-বিদেশী প্রজাতির কবুতর পোষা শুরু করেন তমাল। মাত্র ছয় মাসের মধ্যেই কবুতর পালনেও তার সফলতা আসে। বর্তমানে তার শেডে এক শ’ জোড়া কবুতর রয়েছে। তমাল জয়ধর বলেন, সরকারী সহায়তা পেলে আরও খামার বাড়িয়ে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব। -খোকন আহম্মেদ হীরা, বরিশাল থেকে
×