ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভুলে মেসেজ পাঠালে ডিলিট করুন নিশ্চিতে

প্রকাশিত: ০৬:২৪, ১০ জুন ২০১৭

ভুলে মেসেজ পাঠালে ডিলিট করুন নিশ্চিতে

ভুল করে হোয়াটস এ্যাপে কাউকে মেসেজ পাঠিয়ে ফেললে দুশ্চিন্তার কিছু নেই। কারণ যাকে মেসেজ পাঠানো হবে তিনি যদি তা না দেখেন। অর্থাৎ মেসেজটি যদি আন রিড দেখায় তবে সেটা ডিলিট করা যাবে সহজেই। এ জন্য হোয়াটস এ্যাপ এনেছে রিকল ফিচার। এ নতুন ফিচারের মাধ্যমে ডিলিট করা যাবে আন রিড মেসেজ। ৫০টি ভাষায় ব্যবহার করা যাবে এ মেসেজিং এ্যাপ। নতুন রিকল ফিচার মেসেজ পাঠানোর ৫ মিনিটের মধ্যেই কার্যকর হবে। এটা ব্যবহারকারীদের পাঠানো সেন্ট মেজেসের ক্ষেত্রে কাজ করবে। রিকলের জন্য সংশ্লিষ্ট মেসেজটির ওপরে ট্যাপ করতে হবে। তাহলে দেখা যাবে, হোয়াটস অ্যার রিকল অপশনটি। এরপর সেই মেসেজ ডিলিট করা যাবে। শুধু মেসেজ নয়, রিকলের মাধ্যমে ডিলিট করা যাবে ভিডিও, জিআইএফ, ছবি ইত্যাদি। -টেক টাইমস
×