ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিদেশীসহ নব্য জেএমবির তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৪, ১০ জুন ২০১৭

বগুড়ায় বিদেশীসহ নব্য জেএমবির তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া ও নিজস্ব সংবাদদাতা ॥ বৃহস্পতিবার রাতে বগুড়ায় গান পাউডার বিদেশী পিস্তল, গুলি ও ধারাল অস্ত্রসহ নব্য জেএমবির ৩ সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এরা হলো- আব্দুল আজিজ মামুন (২৮), আব্দুল্লাহিল কাফি ফারহান (২০) ও হাবিবুর রহমান রাসেল (৩৪)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও গাইবান্ধার সাঘাটার রাঘপুর এলাকায়। তারা বড় ধরনের কোন নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি ও আদমদিঘী থানা পুলিশ আদমদিঘী উপজেলা মুরইল বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কের পাশে অবস্থান নেয়। দুটি মোটরসাইকেলে জেএমবির কয়েকজন নওগাঁ থেকে বগুড়ার দিকে আসছিল। পুলিশ তাদের আটকানোর জন্য রাস্তায় বেরিক্যাড দেয়। এ সময় একটি মোটরসাইকেলে কয়েক নব্য জেএমবি পালিয়ে গেলেও ৩ জনকে পুলিশ একটি মোটরসাইকেলসহ আটক করে। তাদের কাছে একটি বিদেশী পিস্তলসহ ৫ রাউন্ড গুলি, ১ কেজি গানপাউডার ও ধারাল অস্ত্র পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য তা নিশ্চিত হওয়া। তবে তারা কি ধরনের নাশকতার মিশনে আসছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
×