ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ দুপুর ১২টা পর্যন্ত কলেজে ভর্তির বুকিং দেয়া যাবে

প্রকাশিত: ০৬:২৩, ১০ জুন ২০১৭

আজ দুপুর ১২টা পর্যন্ত কলেজে ভর্তির বুকিং দেয়া যাবে

স্টাফ রিপোর্টার ॥ কলেজে ভর্তির প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া ১২ লাখ ৪৯ হাজার শিক্ষার্থীর নিশ্চয়ন বা বুকিংয়ের সময় আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিশ্চয়নের জন্য ৬ থেকে ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও অনেকেই এখনও সাড়া না দেয়ায় সময় বৃদ্ধি করেছে আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটি। শুক্রবার পর্যন্ত কয়েক লাখ নিশ্চয়নের বাইরে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মকর্তারা। আজ সবাই আবেদন করবে বলে আশা করছেন শিক্ষা বোর্ড ও এ প্রক্রিয়া বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। শিক্ষা বোর্ড আগেই জানিয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে তার ভর্তি নিশ্চিত করতে হলে নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে। এক্ষেত্রে টেলিটক, ডাচ-বাংলা ব্যাংকের রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮৫ টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন বা নিশ্চিত করতে হবে। আবেদনের সব প্রক্রিয়া ও নির্দেশনা স্ব স্ব শিক্ষা বোর্ড ও ভর্তির ওয়েবসাইটে () প্রকাশ করা হয়েছে। আশানুরূপ আবেদনকারী ভর্তি নিশ্চয়ন করেনি। তাই কর্তৃপক্ষ বাধ্য হয়ে সময় বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন বুয়েট ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান শুক্রবার সন্ধ্যায় বলেছেন, বেশকিছু শিক্ষার্থী এখন নিশ্চয়ন করেনি। অনেকেই তো গ্রামগঞ্জে আছে। অনেক সীমাবদ্ধতাও থাকে। তাই হয়ত অনেকে করতে পারেনি। তাদের কথ্ াচিন্তা করে আমরা সময় বাড়িয়েছি। ইতোমধ্যেই ভর্তির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে সময় বাড়ানোর কথা জানিয়ে দেয়া হয়েছে। এর আগে গত ৬ জুন থেকে শুরু হয় কলেজ ভর্তির প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ শিক্ষার্থীর নিশ্চয়ন বা বুকিং প্রক্রিয়া। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন বলছিলেন, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নিশ্চয়ন চলছে। এ কাজ আগে কলেজ করতে পারলেও এবার শিক্ষার্থীকেই এ কাজ করতে হবে। ফলে আগের মতো শিক্ষার্থীকে জোর করে কেউ ভর্তি করিয়ে হয়রানি করতে পারবে না। নিশ্চয়ন শেষ হলে মাইগ্রেশনের জন্য আবেদন চলবে। এ সময় যারা পছন্দমতো কলেজ পায়নি তারা ছাড়াও যারা কোন কলেজ পায়নি তারাও আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী একটি কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের ফি বাবদ ১৮৫ টাকা প্রদান করে ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি তার আবেদনটিও বাতিল হয়ে যাবে। তাই মনোনীত হওয়ার পর ভর্তি নিশ্চয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এটি কেবল প্রথম মেধাতালিকায় স্থান পাওয়াদের ক্ষেত্রেই নয়, মেধাতালিকায় স্থান পাওয় সবার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রথম দফায় মনোনীতদের নিশ্চয়নের পর দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের আবেদন ও নতুন আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে ভর্তি নিশ্চয়নকারীরাই কেবল অন্য কলেজে মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে। আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকায় কাক্সিক্ষত কলেজে (মাইগ্রেশনের জন্য আবেদন করা) মনোনয়ন দেয়া হবে। তবে আসন শূন্য না থাকলে মাইগ্রেশন আবেদনকারীর প্রথম মেধাতালিকায় সুযোগ পাওয়া কলেজে মনোনয়ন বহাল থাকবে। ১৩ জুন প্রকাশ করা হবে দ্বিতীয় মেধাতালিকা। ১৪ ও ১৫ জুনের মধ্যে দ্বিতীয় মেধাতালিকায় মনোনীতদের নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। দ্বিতীয় তালিকায় মনোনীতদের নিশ্চয়নের পর তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ থাকছে ১৬ ও ১৭ জুন। ১৮ জুন সর্বশেষ বা তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। তৃতীয় তালিকায় মনোনীতদের নিশ্চয়ন সম্পন্ন করতে হবে ১৯ জুনের মধ্যে। আর ২০ থেকে ২২ জুন প্রথম দফায় এবং ২৮ থেকে ২৯ জুন দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো। ক্লাস শুরু হবে ১ জুলাই। গত ৯ থেকে ২৬ মে পর্যন্ত চলে অনলাইন ও মোবাইলে এসএমএস পাঠিয়ে আবেদন প্রক্রিয়া। ৩০ মে পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩০ ও ৩১ তারিখ ভর্তির আবেদন করার সুযোগ পান। ভর্তির জন্য আবেদন করেছে মোট ১৩ লাখ ৯ হাজার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থী।
×