ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৬:১৮, ১০ জুন ২০১৭

সাভারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ জুন ॥ সাভারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসমাইল হোসেন (৩৩) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছে। আটক করা হয়েছে ইউপি সদস্যসহ ৪ জনকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। নিহত ইসমাইল উপজেলার শ্যামপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন গভীর রাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল বিরুলিয়ার ভবানীপুর গ্রামে একাধিক মামলার আসামি, দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিনকে ধরতে তার বাগান বাড়িতে অভিযান চালায়। এ সময় আল-আমিন, তার সহযোগী ইসমাইলসহ অন্যরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে ইসমাইল গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে। এ সময় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন পালিয়ে যায়। পরে পুলিশ আল-আমিনের শ^শুর বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অজল হকসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের দাবি, এ ঘটনায় সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল (৩২), এএসআই মহসিন (২৫), কনস্টেবল বাবুল (২২) ও কনস্টেবল শামিম (২৩) আহত হয়। তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের বড় ভাই আলাল হোসেনের দাবি, ইসমাইল কোন সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত ছিল না। রাতে পুলিশ আল-আমিনের বাড়িতে অভিযান চালানোর সময় ইসমাইল সেখানে উপস্থিত ছিল। এছাড়া, সেখানে গ্রামবাসীও জড়ো হয়েছিল। ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ গুলি করলে ইসমাইলের গলায় বিদ্ধ হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, আল-আমিনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসা, পুুুুলিশের ওপর হামলা প্রভৃতি অভিযোগে অন্তত দেড় ডজন মামলা রয়েছে।
×