ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশ পরিচালনায় শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা ॥ নাসিম

প্রকাশিত: ০৬:১৮, ১০ জুন ২০১৭

দেশ পরিচালনায়  শেখ হাসিনাই  একমাত্র যোগ্য  নেতা ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দেশের বৃহত্তম পদ্মা সেতু নির্মাণসহ সামগ্রিক উন্নয়ন ও জঙ্গী দমনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাফল্য বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশ পরিচালনায় শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আরও এক বার রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের প্রতি সময় দেবার আহ্বানও জানান মোহাম্মদ নাসিম। তিনি জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে আরও বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ অন্য সকল দলের অংশ গ্রহণ ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই। কারণ নির্বাচনের মাধ্যমেই একটি রাজনৈতিক দল সুসংগঠিত হতে পারে। নির্বাচন ছাড়া রাজনৈতিক দল বাঁচতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে কোন নির্বাচন হবে না এবং সরকার কোনভাবেই সংবিধান লঙ্ঘন করতে পারে না। তিনি শুক্রবার তিন দিনের সফরে সিরাজগঞ্জে পৌঁছে তার নির্বাচনী এলাকা কাজীপুর পৌরসভা আয়োজিত ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে পৌরসভা চত্বরে কাজীপুর পৌরবাসীর সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধ্ ুও তার পরিবারের শহীদ সকল সদস্য, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। কাজীপুর পৌরসভার মেয়র আলহাজ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে দেশের সামগ্রিক উন্নয়নের বর্ণনা দিয়ে খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বিশ্বে প্রশংসিত হলেও বিএনপির চোখে পড়ে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৮ বছরে বাংলাদেশের উন্নয়ন দেশকে উন্নয়নশীল দেশ থেকে এখন উদীয়মান শক্তিতে পরিণত হয়েছে। অথচ খালেদা জিয়া সত্যকে সত্য বলতে পারছেন না। শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন।
×