ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানসম্পন্ন শিক্ষার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই ॥ এনইউ ভিসি

প্রকাশিত: ০৪:১২, ১০ জুন ২০১৭

মানসম্পন্ন শিক্ষার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই ॥ এনইউ ভিসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের (এনইউ) সিইডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিষয়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজেন্দ্রপুর ব্র্যাক সেন্টারে ৫৭ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে শিক্ষা সফরের অংশ হিসেবে দিনভর বিষয়ভিত্তিক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের ১৯৯২ সালের আইনে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সে অনুযায়ী প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় বিশ^বিদ্যালয় শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। কলেজ শিক্ষার মানোন্নয়নে সম্প্রতি গৃহীত ১৩০ মিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ অর্থের সিইডিপি প্রকল্পেও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কেননা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নাই। এ শিক্ষা সফর ও কর্মশালায় উপস্থিত ছিলেনÑ বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোর্স উপদেষ্টা প্রফেসর ড. আল-মাসুদ হাসানুজ্জামান প্রমুখ। প্রতিবাদ দৈনিক জনকণ্ঠে গত ৩০ মে ‘রেলের পূর্বাঞ্চলে সোয়াকোটি টাকার টেন্ডার নিয়ে কারসাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক, বাংলাদেশ রেলওয়ে, পাহাড়তলী, চট্টগ্রাম। তিনি জানান, ডয়েজ ডিজেল জেনারেটিং ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ২৫ ধরনের খুচরা যন্ত্রাংশ ক্রয়ের জন্য গত ১৪ মার্চ নোটিস প্রকাশিত হয়। নোটিসে দরপত্রদাতাদের তরলসম্পদ আড়াই কোটি টাকা ও প্রস্তুতকারী বা ডিলারের অথরাইজেশন লেটারসহ প্রাথমিকভাবে দরপত্র খোলার তারিখ ছিল গত ২৬ এপ্রিল। দরপত্রের প্রাক্কলিত মূল্য ও ক্রয়তব্য যন্ত্রাংশের প্রকৃতি বিবেচনায় এনে তরল সম্পদ দেড় কোটি টাকা ও প্রস্তুতকারীর ডিলারের পরিবর্তে দরপত্র দাতাদের প্রস্তুতকারীর অথরাইজেশন লেটার দাখিলের শর্তে ২য় দফায় গত ১৫ মে নির্ধারণ হলেও পরে ৩য় দফায় গত ২১ মে দরপত্র খোলার তারিখ ছিল। দরপত্র দাতাদের অধিকতর প্রতিযোগিতা নিশ্চিতের জন্য দরপত্রের শর্ত পরিবর্তন করা হয়েছে। এছাড়াও দরপত্রে উল্লিখিত মূল্য প্রাক্কলিত মূল্যের শতকরা ১০ ভাগ কম বা বেশি হলে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
×