ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি ক্ষমতায় এলে জঙ্গী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১১, ১০ জুন ২০১৭

বিএনপি ক্ষমতায় এলে জঙ্গী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাাদরীপুর, ৯ জুন ॥ বিএনপিকে জনগণ যদি ক্ষমতায় আনতে চায় তাহলে বুঝতে হবে বাংলাদেশের মানুষ জঙ্গীকে প্রশ্রয় দিতে চায়, আর বিএনপি ক্ষমতায় এলে পাকিস্তানী ভাবধারায় এদেশে জঙ্গী রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে। এটা যদি বাংলাদেশের জনগণ চায় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর যদি জনগণ এদেশের মানুষের শান্তি চায়, যদি জনগণ এদেশের উন্নয়ন চায় এবং এদেশের পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে চায় তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শুক্রবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিহনমন্ত্রী শাজাহান খান (এমপি) এসব কথা বলেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর জলিল, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সবুজ ও উপজেলা এনজিও সমিতির সভাপতি সৈয়দ বাহাউদ্দিন সাহিদ প্রমুখ। মাস্টার্স প্রফেশনাল ভর্তির মেধা তালিকা প্রকাশ ১৩ জুন জাতীয় বিশ^বিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) এলএলবি ১ম পর্ব/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের ভর্তি কার্যক্রমে মেধা তালিকা ১৩ জুন প্রকাশ করা হবে। উক্ত ফল বিকেল ৪ টা থেকে ঝগঝ এর মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে (হঁ<ংঢ়ধপব>ধঃঢ়স<ংঢ়ধপব>ৎড়ষষ হড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল জানা যাবে এবং রাত ৯ টায় ওয়েব সাইট িি.িহঁ.বফঁ.নফ /ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ. বফঁ.নফ থেকে ফল পাওয়া যাবে। এ ভর্তি কার্যক্রমের কাস ১৬ জুলাই থেকে শুরু হবে। মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত ২১ মে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
×