ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ ॥ স্থবির কার্যক্রম

প্রকাশিত: ০৪:১১, ১০ জুন ২০১৭

বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ ॥ স্থবির কার্যক্রম

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ নিয়মিত শুল্ক বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে স্থবির হয়ে পড়েছে এই বন্দরের কার্যক্রম। এই বন্দর দিয়ে মূলত পাথর আমদানি করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, যে পরিমাণ নিয়মিত শুল্ক বাড়ানো হয়েছে তাতে আমদানিকৃত পাথর বাংলাদেশের বাজারে বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে। এর কারণ, ভারতে পাথরের মূল্য বেশি আর বাংলাদেশে শুল্ক বেশি হওয়ায় পাথর আমদানিতে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন। পঞ্চগড় আমদানি ও রফতানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, আমদানিকৃত পাথরের ওপর সরকার নিয়মিত শুল্ক বাড়ানোর ফলে ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রেখেছেন। ভারতের ব্যবসায়ীদেরও পাথরের দাম কমানোর অনুরোধ জানানো হয়েছে। তিনি, এই সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না, ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকায় সরকারও বিপুল অংকের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। বন্দর সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের আগে প্রতি ৫শ’ টন পাথর আমদানি করতে সরকারকে নিয়মিত শুল্ক দিতে হত ১ লাখ ৮০ হাজার ৬৬০ টাকা। কিন্তু গত ১ জুন থেকে প্রতি ৫শ’ টনের বিপরীতে ২ লাখ ৫ হাজার ৯ একত্রিশ টাকা নিয়মিত শুল্ক প্রদান করতে হচ্ছে। প্রতি টনে নিয়মিত শুল্ক বেড়েছে ৫৩ টাকা। এ জন্য আমদানিকারকরা পাথর আমদানি বন্ধ করেছেন। আনসারের সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-৩য় ধাপ)-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নূরুল আলম, এনডিসি, পিএসসি অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কর্নেল মহিউদ্দীন মোঃ জাবেদ, এসইউপি, পিএসসি, জি উপ-মহাপরিচালক (প্রশাসন), একেএম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ), দিলীপ কুমার বিশ্বাস, এ সময় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি তজুমদ্দিনে বিএনপি নেতাসহ গ্রেফতার দুই নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ জুন ॥ তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মহিবুল্লাহ নাগর এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রিন্টুকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তজুমদ্দিনের কামারপট্টির একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
×