ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দামুড়হুদায় শিশুকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:১১, ১০ জুন ২০১৭

দামুড়হুদায় শিশুকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৯ জুন ॥ দামুড়হুদা উপজেলার চিৎলা হাটপাড়ায় আলামিন (১২) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজ বসতঘরের বারান্দায় এ ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার চিৎলা হাটপাড়া গ্রামের আজিবার রহমানের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জহুরুল ইসলাম ও ইব্রাহিম নামে দুই জনকে আটক করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো আলামিন নিজ বাড়িতে ঘুমাচ্ছিল। গভীর রাতে পরিবারের সদস্যরা বারান্দার গ্রীলের তালা খুলে বাইরে বের হলে আগে থেকে ওঁৎপেতে থাকা ৩/৪ জন দুর্বৃত্ত ঘুমন্ত আলামিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বরিশালে গৃহবধূসহ দুই লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান নগরীর সাগরদী এলাকার ভাড়াটিয়া বাসা থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ও মুলাদী থেকে এক ব্লক সুপারভাইজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে নিখোঁজ ব্লক সুপারভাইজার সিদ্দিকুর রহমান উকিলের (৪০) লাশ মুলাদী থেকে উদ্ধার করা হয়। গত ২৪ মে রাতে সিদ্দিকুর রহমান উকিল নিখোঁজ হয়। অপরদিকে নগরীর সাগরদী এলাকার হামিদ খান সড়কের শাহিন মিয়ার ভাড়া বাস থেকে নির্মাণ শ্রমিক মেহেদী হাসানের স্ত্রী অন্তঃসত্ত্বা মনিরা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। কটূক্তির প্রতিবাদ করায় হামলা ॥ আহত ১০ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধুকে কটূক্তির প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ও তার লোকজনের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা নাগেশ্বরী উপজেলার চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি এলাকায়। জানা যায়, উপজেলার নারায়ণপুর চৌদ্দঘুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মজিবর রহমানের দুর্নীতিতে সরকারের উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্ত হচ্ছে শীর্ষক আলোচনায় বসে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ খবর পেয়ে চেয়ারম্যান, তার ভাই আজিজার রহমান, শাহালম, রাসেল মিয়া, সারোয়ার হোসেন, চাচাত ভাই হায়াত আলী, মামুনসহ ১৫-২০ জন আলোচনা সভায় উপস্থিত হয়ে গালিগালাজ করে। এ সময় চেয়ারম্যানসহ ও তার লোকজন বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে এবং গালি দিলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিবাদ জানায়। চেয়ারম্যানের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওপর হামলা চালায়। তাতে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোশারফ হোসেন, আব্দুল মান্নান, শাহাদৎ হোসেনসহ ১০ জন আহত হয়।
×