ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা ক্ষমতায় এলে লুটপাট হয় ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৯, ১০ জুন ২০১৭

খালেদা ক্ষমতায় এলে লুটপাট হয় ॥ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ জুন ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় এলে দেশে লুটপাট হয়। তাদের ভাগ্যের উন্নয়ন হয় কিন্তু দেশের উন্নয়ন হয় না। আওয়ামী লীগ সরকারের আমলেই পদ্মা সেতু, কন্টিনেনট্যাল টার্মিনাল, মাতারবাড়ি বিদ্যুত কেন্দ্র এবং পায়রা বন্দর স্থাপন করা হয়েছে। এ উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এসব অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং এটি উন্নয়নের রোল মডেল। বাণিজ্যমন্ত্রী ৩ দিন দিনের সফরের ২য় দিনে শুক্রবার সকালে ভোলা সদরের ভেদুরিয়া এবং ভেলুমিয়া চরকালি সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাস্তাসহ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা। এছাড়া বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। মীরসরাইয়ে পাঁচ ডাকাত আটক সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৯ জুন ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কারখানার সামনে থেকে অস্ত্রসহ পাঁচ আন্তঃজেলা ডাকাতকে গ্রেফকতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার সময় পুলিশ তাদেরকে আটক করে। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, রাতে মাইক্রো গাড়িকে মীরসরাই থেকে অনুসরণ করে ডাকাতদল। বিএসআরএম কারখানার সামনে এলে ডাকাতদল তাদের ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকার (চট্টমেট্টা ভ-০২-০৮৯৭) সামনে ব্যারিকেড দিয়ে লুট করার পাঁয়তারা করার সময় টহল পুলিশ ঘটনাস্থলে গেলে দুই ডাকাত পালিয়ে যায়। নর্দান ভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা নর্দান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় প্রতিষ্ঠিত আইকিউএসির অধীনে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষকদের মানসম্পন্ন শিক্ষা দেয়ার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ। সম্বন্বকারী ছিলেন কোয়ালিটি এ্যাসিউরেন্স বিশেষজ্ঞ ও এনইউবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. এম. শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার রাশিদুল ইসলাম। -বিজ্ঞপ্তি সাউথ ইস্ট ভার্সিটিতে সভা একাডেমিক কাউন্সিলের ২৭তম সভা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানীর কনফারেন্স রুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ এসপিপি, পিএসসি (অব) প্রমুখ। -বিজ্ঞপ্তি ইস্টার্ন ভার্সিটিতে নবীনবরণ ইস্টার্র্ন ইউনিভার্সিটির (ইইউ) ‘সামার ২০১৭’ সেমিস্টারের স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ বুধবার বিশ্ববিদ্যালয় সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। -বিজ্ঞপ্তি চিংড়ি রেণু জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার নেহালগঞ্জ ফেরিঘাট থেকে ১৯ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। জব্দ করা রেণু শুক্রবার সকাল সাড়ে ১০টায় কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। কোস্টগার্ড জানায়, খুলনায় পাচারের উদ্দেশে ভোলা থেকে নৌকাযোগে চিংড়ি রেণু নেহালগঞ্জ ফেরিঘাটে আনা হয়। কোস্টগার্ডের সদস্যরা শুক্রবার ভোরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ চিংড়ি রেণু পোনা জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে দিনব্যাপী অসহায়, গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধূরী বিরুর উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। শুক্রবার দিনব্যাপী সনমান্দি হরেহরদী বাজার মাঠে সনমান্দি প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত গ্রামাঞ্চলের প্রায় ১২শ’ রোগীকে ১০ বিশেষজ্ঞ চিকিৎকের সমন্বয়ে ১০টি বিভাগে এ চিকিৎসা সেবা প্রদান প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ সিনিয়ন আইনজীবী এ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
×