ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওজন ও কমিশন জটিলতা

বৃহত্তম আমবাজার কানসাটে কেনাবেচা বন্ধ

প্রকাশিত: ০৪:০৮, ১০ জুন ২০১৭

বৃহত্তম আমবাজার কানসাটে কেনাবেচা বন্ধ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ওজন ও কমিশন জটিলতার মধ্যে পড়েছে দেশের একমাত্র বৃহত্তম আম বাজার কানসাট। ফলে একেবারে আম শূন্য এই বাজার। ইতোমধ্যেই এই জটিলতায় অনেক পাঁকা আম নষ্ট হয়েছে। জুন থেকে কানসাট আম বাজার জমে যাবার কথা। কিন্তু সহস্রাধিক আড়ত আম কেনা বন্ধ রেখেছে। পাইকার এসে বসে রয়েছে। শতবর্ষ ধরে চলে আসা নিয়মনীতি ভঙ্গ করায় আম কেনাবেচা বন্ধ রয়েছে। শতবর্ষের নিয়ম রয়েছে ৪৫ কিংবা ৪৮ কেজিতে মণ ধরে আম কেনাবেচা করে আসছে আড়তদাররা। কিন্তু এবার স্থানীয় এমপির ভাই এক ইউপি চেয়ারম্যান উদ্যোগী হয়ে সেই প্রথা ভেঙ্গে ৪০ কেজিতে মন করতে গিয়ে এই জটিলতার সৃষ্টি হয়েছে। ইউপি চেয়ারম্যান মদদ পাচ্ছে প্রশাসনের। ফলে কয়েক শত কোটি টাকার আম নিয়ে বেকায়দায় পড়েছে আম চাষীরা। এদিকে আড়তদার সমিতির সম্পাদক কাজী এমদাদুল হক জানান, দীর্ঘদিন ধরে কাঁচা পণ্য আম মণ প্রতি ওজনে বেশি নেয়া হয়। কিন্তু হঠাৎ করে কোন সমন্বয় ছাড়া একটি পক্ষ ওজন ও কমিশন বন্ধের দাবি করলে, কানসাট বাজারে আম বেচাকেনা বন্ধ হয়ে যায়। এর ফলে চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আড়তদাররা কোন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এদিকে জেলা প্রশাসন চাচ্ছেন আমের সঠিক ওজন ও ন্যায্য দাম পায় সে বিষয়ে সর্বাত্মক উদ্যোগ নেয়া হবে। এদিকে এক আম চাষীরা জানান, তাদের কারও তিন থেকে ১৫ একরের ছোট ছোট বাগান রয়েছে। আমও পাকতে শুরু করেছে কিন্তু বিক্রি করতে পারছে না। এই অবস্থা চলতে থাকলে কয়েক হাজার আম বাগান এই অবস্থা মধ্যে পড়বে। মাগুরায় ফলেছে ৫ কেজি ওজনের আম নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ জুন ॥ মাগুরায় একটি আমের ওজন ৫ কেজি। এ আম বড় পেপের মতো দেখতে হলুদ রঙের। স্বাদও মিষ্টি সুস্বাদু। এ আম এসছে সুদূর ব্রুনাই সুলতানের আম বাগান থেকে। মাগুরা হটিকালচার সেন্টারে এ আম পরীক্ষামূলকভাবে লাগিয়ে সাফল্য পাওয়া গেছে । জানা গেছে, কৃষি বিভাগের মাধ্যমে ব্রুনাই থেকে এ ব্রুনাই কিং জাতের আমের গাছ আনা হয়েছে। রোপণের এক বছর পার হলেই গাছে আম এসেছে। জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামের ইব্রাহীম হোসেন নামের এক ব্যক্তি ব্রুনাইয়ের সুলতানের বাগানে চাকরি করতেন। সেখানে বাগানে ৫ কেজি ওজনের আম ধরতো দেখে তিনি দেশে আসার সময় কলম ডাল নিয়ে আসেন। দেশে আসার পর এলাকার নার্সারি মালিক আতিয়ার রহমান তার নার্সারিতে কলমের মাধ্যমে গাছ তৈরি করেন। সেই গাছে ৫ কেজি ওজনের আম ধরেছে। তিনি কলম তৈরি করে বিক্রি করছেন। প্রেসক্লাবের ছাদ বাগানে গাছে এ বছর ব্রুনাই কিং আম ধরেছে। প্রতিদিন ব্রুনাই কিং আম দেখতে বহু মানুষ ভিড় করছে। একটি গাছে ৩-৪টির বেশি আম ধরে না। মাগুরা হটিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ আমিনুল ইসলাম জানান, জেলায় ব্রুনাই কিং জাতের আমচাষীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে।
×