ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে পিছু হটছে জঙ্গীরা

প্রকাশিত: ০৪:০৫, ১০ জুন ২০১৭

ফিলিপিন্সে পিছু হটছে জঙ্গীরা

ফিলিপিন্সের মারাউই শহরে এখন ইসলামী জঙ্গীরা অনেকটাই ব্যাকফুটে চলে গেছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান এদুয়ার্দো অ্যানো। সম্প্রতি দক্ষিণ ফিলিপিন্সের এই শহরটি নিজেদের দখলে নিয়ে তা-ব চালাচ্ছিল ইসলামী জঙ্গীরা। এরই মধ্যে মাওতে নামে এক স্থানীয় জঙ্গীগোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করায় চিন্তা বেড়ে যায় প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের। খবর এএফপির ইরাক ও সিরিয়ায় কোণঠাসা হওয়ায় সম্প্রতি এই শহরেই আইএস শক্ত ঘাঁটি গড়ার চেষ্টা করছে বলে মনে করছে প্রশাসন। মারাউইকে জঙ্গীমুক্ত করতে অভিযানে নামে সেনাবাহিনী। জঙ্গী-সেনা সংঘর্ষে নিহত হয় ১৪০ জঙ্গী। নিহত হয় ৪০ সেনা সদস্যও। সংঘর্ষে নিহত হন প্রায় ২০ জন স্থানীয় বাসিন্দা। এদুয়ার্দো বলেন, ‘জঙ্গীদের প্রতিরোধ কমে আসছে। সংঘর্ষের সময় অনেকেই ভয়ে পালিয়ে যাচ্ছে। আর কয়েক দিনের মধ্যে সব মিটে যাবে।’ মারাউইয়ে রেডিও’র মাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র জানান, ৯ জঙ্গী জমি হারাচ্ছে বুঝতে পেরে আত্মসমর্পণ করেছে। ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুতিনের রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে পাঠানো এক বার্তায় তেহরানে সন্ত্রাসী হামলায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর তাস’র এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ নেতা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পুতিন ইরানের সঙ্গে এক্ষেত্রে জোটবদ্ধভাবে কাজ করতে রাশিয়ার প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে আরও বলা হয়, পুতিন এই হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। বিদ্যুত ছাড়া ওয়াশিং মেশিন গৃহস্থালির নিত্যনৈমিত্তিক কাজে ব্যবহৃত পণ্যগুলো ক্রমশ হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর। সম্প্রতি একটি ওয়াশিং মেশিন বাজারে এনেছেন প্রযুক্তিবিদরা। এটিকে বলা হচ্ছে, ‘জেন্টল ওয়াশার’। এ ওয়াশিং মেশিনটি ব্যবহারের ফলে কোন ধরনের বিদ্যুতের প্রয়োজন হবে না। হাতের সাহায্যে অল্প পানিতে পরিধেয় কাপড়গুলো পাঁচ মিনিটেই পরিষ্কার করা যাবে। -ম্যাশেবল কয়েক দশক পর... লন্ডনের ওয়েস্ট মিডলসেক্স হাসপাতালের অঙ্গনে চ্যারিটির জন্য প্রায়ই নানা ধরনের টুকিটাকি জিনিস বিক্রি করা হয়। সেখান থেকেই এ হীরার আংটিটি ১৯৮০ সালে সাধারণ গহনা ভেবে ১০ পাউন্ডে কিনে নেন এক নারী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী কয়েক দশক আঙুলে পরে থাকার পর জানতে পারেন এটি একটি বহুমূল্য রতœ। হীরার যে স্বাভাবিক উজ্জ্বলতা থাকে, এ আংটির সেটি ছিল না। কিন্তু এটিকে নিলামে উঠানো হলে দাম ওঠে ৬ লাখ ৫৬ হাজার ৭৫০ পাউন্ড।-বিবিসি
×