ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনের ফল এক নজরে

প্রকাশিত: ০৪:০৫, ১০ জুন ২০১৭

নির্বাচনের ফল এক নজরে

ব্রিটেনের নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২০১৫ সালের তুলনায় এবার লেবার পার্টির ভোট বেড়েছে নয় দশমিক পাঁচ শতাংশ। অন্যদিকে কনজারভেটিভের ভোট বেড়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ। অবশিষ্ট দলগুলোর ভোট কমেছে। ভোট দিয়েছে ৬৮ দশমিক সাত শতাংশ। খবর বিবিসির। দার্জিলিং থমথমে ॥ মোর্চার ডাকে ১২ ঘণ্টার বন্্ধ পালিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরে বৃহস্পতিবার মোর্চা সমর্থকদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেখানে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মোর্চার ডাকে শুক্রবার ১২ ঘণ্টার বন্ধ (হরতাল) পালিত হয়েছে। রাস্তায় লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। যানবাহন চলাচলও করেনি। সব দোকান বন্ধ ছিল। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। দার্জিলিং শহরে আটকে পড়া পর্যটকদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। ইতোমধ্যে পর্যটকদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনাও হয়েছে বেশ কয়েকটি বাস। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পর্যটকদের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। সন্ত্রাসী তালিকা প্রকাশ করল চার আরব দেশ কাতারভিত্তিক বা কাতার অর্থায়নপুষ্ট ৫৯ ব্যক্তি ও ১২ সংস্থার নাম উল্লেখ করে বৃহস্পতিবার একটি সন্ত্রাসী তালিকা প্রকাশ করেছে। সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত দেশগুলোর এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর আলজাজিরা অনলাইনের। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটি এর আরব প্রতিবেশীদের চাপের কাছে কখনও নতি স্বীকার করবে না এবং স্বাধীন পররাষ্ট্রনীতির পরিবর্তন ঘটাবে না। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, চরমপন্থী ভাবধারা ছড়িয়ে দেয়া ও তা প্রচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং তার অবসান এবং এ থেকে সমাজকে রক্ষার জন্য যৌথ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করা হলো। বিবৃতিতে বলা হয়, এ দেশগুলোর নিরাপত্তা জন্য হুমকিস্বরূপ সন্ত্রাসী চক্র ও গ্রুপগুলোর প্রতি সমর্থন বা আশ্রয় না দেয়ার প্রতিশ্রুতিসহ যে সকল প্রতিশ্রুতি ও চুক্তিতে দোহা কর্তৃপক্ষ স্বাক্ষর করেছিল তা তারা অব্যাহতভাবে লঙ্ঘন করেছে এবং এর ফলস্বরূপ এ তালিকা। এ তালিকায় মুসলিম ব্রাদারহুডের আল কারজাভির নেতা ইউসুফের নামও রয়েছে। কাতারের ১৮ ব্যবসায়ী রাজনীতিবিদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ক্ষমতাসীন পরিবারের শীর্ষস্থানীয় সদস্যদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তালিকায়।
×