ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ভার্সিটি ছাত্র গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৯, ৯ জুন ২০১৭

ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ভার্সিটি ছাত্র গ্রেফতার

বিডিনিউজ ॥ ফেসবুক স্ট্যাটাসে মহানবী হযরত মুহম্মদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পল্লব আহমেদ (২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের ৪০তম আবর্তনের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র ছিলেন। বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের শিবালয় থানার টেপরা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানান। মামলার বাদী ইমরান ফয়সাল বলেন, পল্লব গত ২৪ মে তার ফেসবুক ওয়ালে জঙ্গীবাদের সঙ্গে মহানবী (স.) কে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। সে তার লেখার দ্বারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আমি মামলা করেছি। পল্লব বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি হলেও লেখাপড়া শেষ করতে পারেননি বলে জানান তার বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
×