ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৮:১১, ৯ জুন ২০১৭

ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। বিরাট কোহলিদের বিপক্ষে এ্যাঞ্জেলো ম্যাথুজের দল জিতল ৭ উইকেটের বড় ব্যবধানে। কেনিংটন ওভালে শিখর ধাওয়ানের (১২৫) সেঞ্চুরি, রোহিত শর্মা (৭৮) ও মহেন্দ্র সিং ধোনির (৬৩) হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। কিন্তু লঙ্কানদের হিসেবী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সেটি আর চ্যালেঞ্জ থাকেনি! মাত্র ৩ উইকেট হারিয়ে ১ ওভার ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ম্যাথুজ-বাহিনী। দানুশকা গুনাতিলকে ৭৬, কুশল মেন্ডিজ ৮৯, কুশল পেরেরা ৪৭, ম্যাথুজ ৫২* ও আসেলা গুনারতেœর ৩৪* রান করে দলকে স্মরণীয় জয় এনে দেন। ফলে ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো সমান একটি করে জয়-পরাজায়ে বি-গ্রুপ থেকে শেষ চারে ওঠার লড়াইটা জমিয়ে তুলল লঙ্কানরা। এখন চার দলের পয়েন্টই সমান ২ করে! এর আগে রোহিতের সঙ্গে ১৩৮ রানের উদ্বোধনী জুটিতে টসে হেরে ব্যাটিং পাওয়া ভারতকে চমৎকার সূচনা এনে দেন ধাওয়ান। ওপেনিং তো বটেই ভারতের হয়ে যে কোন জুটিতে প্রথমবারের মতো টানা তিন ইনিংসে শতরান পূর্ণ করেন দু-জনে। রানের গতি বাড়ানোর দিকে বেশি মনোযোগী ছিলেন রোহিত, আর একটু সাবধানী ব্যাটিং করছিলেন ধাওয়ান। ৫৮ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছানো রোহিত ফেরেন বেশি আক্রমণাত্মক হতে গিয়ে। লাসিথ মালিঙ্গার আগের বলটি ঠিকঠাক টাইমিং না হলেও ছক্কা পেয়েছিলেন, পরের বলে আবার উড়ানোর চেষ্টায় আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। ৭৯ বলে ৬টি চার ৩টি ছক্কায় তার রান ৭৮। ২০১৪ সালের পর এদিন প্রথমবারের মতো শূন্য রানে আউট হন কোহলি! নুয়ান প্রদীপের বল গ্লান্স করতে গিয়ে নিরোশান ডিকভেলার গ্লাভসবন্দী হন ভারতের সময়ের বড় তারকা। আগের ম্যাচের সেরা খেলোয়াড় যুবরাজ খুব একটা স্বস্তিতে ছিলেন না। ধাওয়ানের সঙ্গে ৪০ রানের জুটিতে তার অবদান মাত্র ৭। দ্রুত ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়া ভারত স্বরূপে ফেরে ধাওয়ান-মহেন্দ্র সিং ধোনির ব্যাটে। ছক্কায় রানের খাতা খোলা ধোনি খেলেন নিজের মতোই। ধোনির সঙ্গে আক্রমণাত্মক ৮২ রানের জুটিতে সমান অবদান ধাওয়ানের। যেখানে উদ্বোধনী ব্যাটসম্যানের ৪০, ধোনির অবদান ৩৯। প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে আবারও জ্বলে ওঠেন ধাওয়ান, খেলেন তিন অঙ্কের ইনিংস। লঙ্কার বিপক্ষে দারুণ ছন্দে থাকা ওপেনার শেষ চার ইনিংসেই পেরিয়েছেন পঞ্চাশ, এর দুটিকে আবার পরিণত করেছেন সেঞ্চুরিতে! ওভালে কাল ফেরার আগে ১২৮ বলে ১৫টি চার আর একটি ছক্কায় খেলেন ১২৫ রানের দুর্দান্ত ইনিংস। দলকে তিনশ রানে নিয়ে শেষ ওভারে বিদায় নেন ধোনি। ৫২ বলে সাবেক অধিনায়কের ৬৩ রানের ইনিংসটি গড়া ৭টি চার ও দুটি ছক্কায়। শেষের দিকে ১৩ বলে অপরাজিত ২৫ রানের ঝড়ো ইনিংস কেদার যাদবের। ২ উইকেট নিতে লঙ্কান তারকা পেসার মালিঙ্গা খরচ করেন ৭০ রান। আসলো গুনারতেœ ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ১ উইকেট। সংক্ষিপ্ত স্কোর ভারত ৩২১/৬ (৫০ ওভার; রোহিত ৭৮, ধাওয়ান ১২৫, কোহলি ০, যুবরাজ ৭, ধোনি ৬৩, পান্ডিয়া ৯, যাদব ২৫*, জাদেজা ০*; মালিঙ্গা ২/৭০, লাকমল ১/৭২, প্রদীপ ১/৭৩, থিসারা ১/৫৪, গুনাথিলাকা ০/৪১, গুনারতেœ ১/৭) শ্রীলঙ্কা ৩২২/৩ (৪৮.৪ ওভার; দিকভেলা ৭, দানুশকা ৭৬, কুশল মেন্ডিজ ৮৯, কুশল পেরেরা ৪৭, ম্যাথুজ ৫২*, আসেলা গুনারতেœ ৩৪* ; ভুবনেশ্বর ১/৫৪) ফল ॥ শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ কুশল মেন্ডিজ (শ্রীলঙ্কা)
×