ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করতে দুদককে সুপারিশ

প্রকাশিত: ০৮:০৫, ৯ জুন ২০১৭

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করতে দুদককে সুপারিশ

বিডিনিউজ ॥ গাড়িতে শুল্ক ফাঁকি দিয়ে মুসা বিন শমসের দুর্নীতি করেছেন দাবি করে তার বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দমন কমিশনকে সুপারিশ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পাশাপাশি ফাঁকি দেয়া ওই অর্থ পাচারের অভিযোগ তুলে বিতর্কিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলার অনুমতিও রাজস্ব বিভাগের কাছে চেয়েছে তারা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ‘কারনেট ডি প্যাসেজ’ সুবিধায় বাংলাদেশে আনা একটি রেঞ্জ রোভার গাড়ি গত ২১ মার্চ মুসা বিন শমসেরের দখল থেকে উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। তারপর তাকে তলব করে জিজ্ঞাসাবাদও করেছিলেন শুল্ক গোয়েন্দারা। মইনুল খান বলেন, গাড়িটি ভোলা বিআরটিএ থেকে শুল্ক পরিশোধের ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে রেজিস্ট্রেশন করা ছিল। তিনি এতে ১৭ লাখ টাকা শুল্ক দিয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের সঙ্গে যোগাযোগ করে দেখা যায়, এই বিল অব এন্ট্রি দাখিল হয়নি। এতে সরকারের প্রায় সোয়া দুই কোটি টাকা ফাঁকির সঙ্গে জড়িত ছিলেন তিনি (মুসা)। ভোলা বিআরটিএর কর্মকর্তাদের যোগসাজশে এই দুর্নীতি হয়েছিল বলে শুল্ক গোয়েন্দাদের দাবি। মইনুল খান বলেন, গাড়িটি ২০১০ সালে শুল্কমুক্তভাবে আনা; প্রযোজ্য শুল্ক-করাদি পরিশোধ ছাড়া বাংলাদেশে ব্যবহার বা রেজিস্ট্রেশন করার সুযোগ নেই। অথচ ২০১৫ সালে ভোলা বিআরটিএ অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্রাদি দাখিলের মাধ্যমে গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে। এটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করতে বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের মাধ্যমে দুদকে সুপারিশ করা হয়েছে বলে মইনুল জানান।
×