ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বদেশ রায়-এর কবিতা ‘সঙ্গীতের ওপারে’

প্রকাশিত: ০৭:০১, ৯ জুন ২০১৭

স্বদেশ রায়-এর কবিতা ‘সঙ্গীতের ওপারে’

কান্নার রাতগুলো সব আমাকে দিও, হাসি খেলার দিনগুলো সব তোমাকে দিয়েছি অনেক আগেই। বাঁশ ঝাড়ের মাথায় যদি কোনদিন ওঠে চাঁদÑ সে রাতটুকু তুমি নিও, নিও শ্রাবণ রাতের কাঁঠালী চাঁপার গন্ধটুকুও। আমার জন্যে যদি শ্রাবণের বর্ষার সঙ্গীত না দিতে চাও, কেবল মেঘের কান্নাটুকু দিও। শ্রাবণ রাতের পুকুরের টইটম্বুর জলের গন্ধ যদি তোমার ভালো লাগে, আমি যাব না ও পুকুর পাড়ে। আমি শুয়ে থাকবো বিছানায় একাকী নিঃসাড় এক অজগর যেমন। পুকুরের জলে তুমি একলা ভিজিও তোমার শরীর, নতুন যদি কোন সঙ্গী নাও সঙ্গে- তাও নিও। পুকুর যদি তোমাদের সাথে হেসে ওঠে, কোন কান্না ঝরবে না আমার চোখে, একাকী একজন, একা বিছানায় তার আবার রাত ও দিনে পার্থক্য কে গোনে? চোখের এ জল চোখেই শুকাবে, শ্রাবণের জলধারার শব্দ ঝরে যাবে তোমারও সঙ্গীতের ওপারে।
×