ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশন যখন প্রিন্টেড ক্যানভাসে

প্রকাশিত: ০৬:৫০, ৯ জুন ২০১৭

ফ্যাশন যখন প্রিন্টেড ক্যানভাসে

ফ্যাশনের বিকল্প অন্য পোশাক কখনই দখল করতে পারেনি। এক সময় একরঙা শার্টের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আবাল-বৃদ্ধ সবাই রাজপথ দাবড়ে বেড়াত একরঙা কাপড়ের শার্টে। সেই সময়টা বদলেছে। এখন এক রঙের পরিবর্তে প্রিন্টেড, চেক, স্ট্রাইপের শার্টের কদর কিছুটা বেশি। শার্টের ধরন বৈচিত্র নিয়ে রকমারি সব ফ্যাশন হাউস নিয়মিত বাজারে নিয়ে আসছে তাদের সর্বোচ্চটুকু। চেক শার্ট লম্বা সময় ধরে ফ্যাশনে বেশ ভালভাবে ছিল ও আছে। সেই সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে প্রিন্টেড শার্টগুলো। এসব শার্টে বৈচিত্র্যময় প্রিন্টের ব্যবহার লুকে আনে ভিন্নতা। শহর ও শহরতলির বিভিন্ন দোকানে ঢুুঁঁ মেরে জানা গেল, এখন নতুন প্রজন্মের অনেকেরই পছন্দ প্রিন্টেড শার্ট। উৎসব বলেই উজ্জ্বল রঙের প্রতি ঝোঁকই বেশি। কলেজপড়ুায়া ছেলেরা ন্যারো জিন্স কিংবা বাহারি রঙের গ্যাবার্ডিনের সঙ্গে প্রিন্টেড শার্ট পরে এক্সপেরিমেন্ট করছেন। পুরনো দিনের আদতে লম্বা কলারের দিকেই ঝুঁকছে সবাই। বর্তমান ফ্যাশন ট্রেন্ডে স্ট্রাইপ, চেক ও একরঙা শার্টের পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রং-বেরঙের জমকালো প্রিন্টেড শার্ট। আধুনিক রুচিবোধসম্পন্ন মানুষ আবার ঝুঁকেছে প্রিন্টেড শার্টের দিকে। তারুণ্যের পছন্দের দিকটি মাথায় রেখেই ফ্যাশন ডিজাইনাররা শার্টে এনেছেন নানা ফিউশন। নক্সা ও ডিজাইনে এনেছেন নানা পরিবর্তন। এসব শার্টে বৈচিত্র্যময় প্রিন্টের ব্যবহার আপনার লুকে আনবে ভিন্নতা। কিছু কিছু শার্ট ডিজাইন করা হচ্ছে দুই ধরনের প্রিন্ট ব্যবহার করে। যেমন বডির কাপড়ে যে প্রিন্ট থাকছে। হাতা দুটোয় থাকছে আলাদা প্রিন্টের কাপড়। বডির কাপড়ে যদি ফ্লোরাল বা জ্যামিতিক নক্সা থাকছে, তাহলে হাতায় থাকছে ছোট ছোট বল। একইভাবে হাতা ও বডিতে কালার কন্ট্রাস্ট করেও নতুন নতুন শার্টের ডিজাইন করা হচ্ছে। কালার প্যাটার্ন ও ম্যাটেরিয়ালের বৈচিত্র্যের কারণে শার্টে ফ্যাশনে যোগ হচ্ছে বৈচিত্র্য। দেশী-বিদেশী উভয় ধরনের কাপড়ের শার্ট রয়েছে বিভিন্ন ফ্যাশন হাউসে। রঙের বৈচিত্র্য, এক্সেসরিজের ব্যবহারও কাটিং আর্টিস্টির আধুনিক শার্টের প্রধান বৈশিষ্ট্য। শার্টের মধ্যে রয়েছে ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট-শার্ট প্রভৃতি। ফ্যাশন ডেস্ক
×