ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদে তারুণ্যের ফ্যাশন

প্রকাশিত: ০৬:৫০, ৯ জুন ২০১৭

ঈদে তারুণ্যের ফ্যাশন

এবারের পাঞ্জাবিতে ছাপা নক্সার পাশাপাশি যোগ হয়েছে নানা ধরনের সুতার কাজ। আছে আধুনিক ও ঐতিহ্যবাহী নানা ধরনের নক্সা। পাঞ্জাবিতে আঁকা ফুল, লতাপাতা দেখা যাচ্ছে পাঞ্জাবিতে। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি স্ট্রাইপ, হালকা প্রিন্ট থাকছে। ঈদে ট্র্যাডিশনাল পাঞ্জাবির পাশাপাশি হালকা কারুকাজ করা পাঞ্জাবি থাকছে। নানা ধরনের প্রিন্টের নকশা করা পাঞ্জাবিও থাকছে। এ ছাড়া টাইডাই করা পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। হাতা গলায় ও বোতামের ধার ধরে হালকা কাজ করা পাঞ্জাবি বেশ চলছে। তবে ম্যাটেরিয়াল হিসেবে সুতির কাপড়ই প্রাধান্য পেয়েছে। কারণ গরমের এ সময়ে সুতির মতো আরামদায়ক আর কোন কাপড় হতে পারে না। ঈদের দিনে পাঞ্জাবির সঙ্গে আলিগড়ি, চুড়িদার ও ট্রাউজার স্টাইলের পায়জামা থেকে বেছে নিতে পারেন পাঞ্জাবির সঙ্গে মানানসই পায়জামা। ফ্যাশন হাউস ছাড়াও বিভিন্ন শপিংমলে রয়েছে নানা ডিজাইনের ও কাপড়ের তৈরি কটি, জ্যাকেট ও প্রিন্স কোট। এবারের ঈদে তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন ও রঙে বৈচিত্র্য নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। বিভিন্ন ফ্যাশন হাউসের ডিজাইনাররা বলছেন, ঈদে পাঞ্জাবির একটা আলাদা চাহিদা থাকে। তবে বাদ পড়ে না শার্ট, টিশার্টও। এবারে প্রিন্টেড ট্রেন্ডটাই সবচেয়ে বেশি চলছে। এবারের পাঞ্জাবিতে লাল, হলুদ, সবুজ, ছাই রং, জলপাই, বটল গ্রিন, বেগুনী ইত্যাদি রং। তবে গাঢ় রঙের চেয়ে প্রতিটা রঙের হাল্কা শেড বেশি দেখা যাচ্ছে এবার। টকটকে লাল বা হলুদ না নিয়ে লালচে বা হলদে আভায় রাঙানো হচ্ছে পাঞ্জাবি। চোখে আরামদায়ক হালকা এই রংগুলো তরুণদের কাছে বেশি জনপ্রিয় হচ্ছে বলে জানাচ্ছেন ডিজাইনাররা। চোখের আরামের পাশাপাশি শরীরের আরামের দিকেও নজর রেখেছেন ডিজাইনাররা। ঈদ উপলক্ষে এবার পাঞ্জাবিতে সুতি কাপড় বেশি ব্যবহার করা হয়েছে। কারণ, বৃষ্টি ছাড়াও গুমোট গরমে যাতে অস্বস্তি না লাগে। তবে ঈদ যেহেতু আমাদের অন্যতম একটি উৎসব, তাই অনেকে বিকেলের পর থেকে কিছুটা জমকালো পাঞ্জাবিও পরেন। বিশেষ করে রাতের দাওয়াতে। এ কারণে সুতির বাইরে ভারি কাজের সিল্ক, অ্যান্ডি সিল্ক, জামেবর, জ্যাকার্ড, রাজশাহী সিল্ক, ভিসকস ইত্যাদি কাপড়ের জমকালো পাঞ্জাবি রাখা হচ্ছে। মোটামুটি তিন ধরনের পাঞ্জাবি পাবেন এবার বাজারে। যার মধ্যে আছে সাধারণ কাটের পাঞ্জাবি, মধ্যম ঝুলের (সেমি লং) পাঞ্জাবি ও শরীরের সঙ্গে পুরো লেগে থাকে, এমন (বডি ফিটিং) পাঞ্জাবি। এর মধ্যে প্রথম ধরনটা বয়স্কদের জন্য। বাকি দুই ধরনের পাঞ্জাবি তরুণ ও মাঝবয়সীদের কাছে বেশি জনপ্রিয়। পাঞ্জাবির সঙ্গে কটি পরে ভিন্ন চেহারায় নিজেকে উপস্থাপন করেন অনেকে। এবারও কটির চল থাকছে। বিশেষ করে ঈদের দিন দাওয়াতে গেলে এই কটি ভাল দেখাবে বলে জানাচ্ছেন ফ্যাশন ডিজাইনাররা। এ ছাড়া পাইপিং, চিকন জরির সুতা, মোটা রঙিন সুতার ব্যবহারে পাঞ্জাবির বাটন প্লেট, কলার ও হাতায় নকশা করা হয়েছে। বুকের দিকে এক বা দুই পকেটের পাঞ্জাবিও আছে। অনেক পাঞ্জাবিতে পেছনের দিকে ছাপার নকশা করে নতুনত্ব আনা হয়েছে। রাজধানীর সব শপিংমলগুলোতে পাঞ্জাবি পাওয়া যাবে। এছাড়া বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কসহ দেশীয় ফ্যাশন হাউসগুলো যেমন রঙ বাংলাদেশ, মেনজ ক্লাব, কে-ক্রাফট, অঞ্জন’সে থাকবে বৈচিত্র্যময় সব এবং নতুন ডিজাইনের পাঞ্জাবি। দাম পরবে ১২০০ থেকে ৬০০০ টাকার মধ্যে। এছাড়া সস্তায় কিনতে হলে আপনাকে চলে যেতে হবে রাজধানীর নিউ মার্কেটে। যেখানেও বসেছে বাহারী ডিজাইনের পাঞ্জাবির হাট। ছবি : নাঈম ইসলাম
×