ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৬:৪৯, ৯ জুন ২০১৭

বিজ্ঞান কণিকা

দৃষ্টিপ্রতিবন্ধীদের পথচলায় কারও সাহায্য ছাড়াই দৃষ্টিপ্রতিবন্ধীদের পথচলার সুযোগ করে দেবে কোমরে বাঁধা ত্রিমাত্রিক ক্যামেরা। ক্যামেরাটি আশপাশের ছবি ধারণের সময়ই বস্তুর পরিচিতি ও অবস্থানের তথ্য সংগ্রহ করে পাশে থাকা ব্রেইল পদ্ধতির ট্যাবলেট কম্পিউটারে পাঠাতে পারে। ফলে ট্যাবলেট কম্পিউটারে স্পর্শ করেই তথ্যগুলো জানা যায়। সামনে কোন বাধা এলে কোমরে থাকা বিশেষ প্রযুক্তির বেল্ট কম্পনের মাধ্যমে ডানে-বাঁয়ে যাওয়ার নির্দেশ দিয়ে থাকে। তৈরি করেছেন এমআইটির একদল গবেষক। সেন্সর-প্রযুক্তিনির্ভর রোবটিক হাত দুটির বদলে চারটি হাত থাকলে কেমন হতো? ল্যাপটপে দুটি হাত ব্যস্ত থাকার পরও কানে মোবাইল ফোন ধরার পাশাপাশি খাওয়ারও সুযোগ পাওয়া যেত। কল্পনার এ চিত্র এবার বাস্তবে করে দেখার সুযোগ দেবে মেটালিম্বস। কৃত্রিম রোবটিক হাত দুটি ব্যবহারকারীর পিঠের সঙ্গে যুক্ত থাকায় সাধারণ হাতের মতোই ব্যবহার করা যায়। পায়ের আঙুল ও পাতা নড়াচড়া করেই নিয়ন্ত্রণ করা যায় সেন্সর-প্রযুক্তিনির্ভর হাত দুটি। ব্লুটুথ স্পীকারের প্রজেক্টর টেবিলের ওপর থাকা ছোট লেজার প্রজেক্টরটিতে দেয়ালজুড়ে ভিডিও দেখার পাশাপাশি স্মার্ট টিভির বিভিন্ন সুবিধা থাকে। ওয়েবওএস প্রযুক্তিনির্ভর প্রজেক্টরটিতে ইউএসবি পোর্ট ব্যবহারের পাশাপাশি ব্লুটুথ স্পীকার এবং হেডফোনও ব্যবহার করা যায়। এলজির তৈরি ৪.৬ পাউন্ড ওজনের প্রজেক্টরটির দাম দেড় হাজার ডলার। সূত্র : সায়েন্স ডেইলি
×