ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প প্রশাসনে শুরু হয়েছে নীরব বিদ্রোহ

প্রকাশিত: ০৬:৪৪, ৯ জুন ২০১৭

ট্রাম্প প্রশাসনে শুরু হয়েছে নীরব বিদ্রোহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন জোট দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, তখন দেশটির বেশকিছু শীর্ষ কূটনীতিকও তার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। পেশাগত বিচক্ষণতার জন্য পরিচিত এমন বহু সরকারী কর্মকর্তাও ট্রাম্পের বিরুদ্ধে নীরব বিপ্লবে শামিল হয়েছেন। গত সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড এইচ র‌্যাঙ্ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তকে তিনি সমর্থন করবেন না বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনে সন্ত্রাসী হামলার পর ব্রিটেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিউইস এ লুকেনস খুদে ব্লগ টুইটারে মেয়র সাদিক খানকে সমর্থন করে পোস্ট দিয়েছেন। রবিবার সকালে টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প মেয়র সাদিকের সঙ্গে অনাকাক্সিক্ষত বিতর্কে জড়িয়ে পড়েন। গত মাসে এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তে দেশটির কাতারে নিয়োজিত রাষ্ট্রদূত দানা শেল স্মিথ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর নিউইয়র্ক টাইমসের। অল্পের জন্য রক্ষা এক সঙ্গে তিন অস্ত্রধারী হাইজ্যাকারের পাল্লায় পড়েছিলেন মিস সাউথ আফ্রিকা ডেমি লেই নেইল পিটার্স। বুধবার সন্ধ্যায় জোহানেসবার্গের হাইড পার্ক শপিং এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি দুর্বৃত্ত কবলিত হন। তবে তিনি নিরাপদে গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। এ সময় এক পথচারী তাকে গাড়িতে তুলে নিয়ে নিরাপদে পৌঁছে দেন। - ইস্ট কোস্ট রেডিও শব্দ দূষণ প্রতিরোধে শব্দ দূষণ কমানোর উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্য। রাস্তায় যানবাহন এবং নির্মাণ প্রকল্পগুলো শব্দের বড় উৎস। মহারাষ্ট্র্র পলিউশন কন্ট্রোল বোর্ড গত মাসে মুম্বাই এবং আরও কয়েকটি জেলায় শব্দ দূষণ জরিপ শেষ করেছে। আশা করা হচ্ছে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে বোর্ড আগামী মাসে এ বিষয়ে সরকারকে তাদের সুপারিশ জানাবে। আগস্ট থেকে কার্যকর হবে নতুন দূষণ রোধ নীতিমালা। -হিন্দুস্তান টাইমস
×