ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পারিশ্রমিকের দৌড়ে পিছিয়ে নেই বলিউডের কণ্ঠশিল্পীরাও

প্রকাশিত: ০৬:৪৩, ৯ জুন ২০১৭

পারিশ্রমিকের দৌড়ে পিছিয়ে নেই বলিউডের কণ্ঠশিল্পীরাও

বি টাউনের (বলিউড) যাঁদের কণ্ঠ সবাইকে মাতিয়ে রাখে, যাদের গান না হলে সিনেমা দর্শকপ্রিয়তা পায় না, পারিশ্রমিকেও জনপ্রিয় অভিনয়শিল্পীদের চেয়ে তাঁরা পিছিয়ে নেই। একটি গান গাইতে তাঁরা যে অর্থ নেন, তা মোটামুটি ভিরমি খাওয়ার মতো। সুখবিন্দর সিং এ পর্যন্ত তিনি ৫শ’ বেশি সিনেমায় গান গেয়েছেন। প্রচুর পুরস্কারও পেয়েছেন। একটি গান গাইতে সুখবিন্দর নেন ৪ লাখ টাকা। কে কে ভারতজুড়ে তারও ব্যাপক জনপ্রিয়তা। সিনে পাড়ায় তার মূল্যায়নও কম না। কে কে’র কণ্ঠের একটি গানের মূল্য তিন লাখ টাকা। হানি সিং ভারতের সেরা র‌্যাপার। জনপ্রিয়তায়ও সবার ওপরে। হানি সিং একটি গান গাইতে ১৫ লাখ টাকা নেন। অরজিত সিং অসাধারণ গলার এই শিল্পীর গানে মজে না, এমন মানুষ নেই। একটি গান গাইতে অরজিত সিং নেন ১৩ লাখ টাকা। সুনিধি চৌহান এশিয়ার ৫০ জন আবেদনময়ী নারীর তালিকায় রয়েছে সুনিধি চৌহানের। গানের গলাতেও দেশের গর্ব। সুনিধি একটি গান গাইতে ৯ লাখ টাকা পারিশ্রমিক নেন। সোনু নিগম সোনিু নিগম মানেই মন ভাল করা গলা। প্রত্যেকটি গানই হিট। সোনু নিগম একটি গান গাইতে পারিশ্রমিক নেন ৬ লাখ টাকা। শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষালের গলার ভক্ত নেহাত কম নয়। মিষ্টি গলার এই শিল্পী একটি গান গাইতে পারিশ্রমিক নেন ৭ লাখ টাকা। মোহিত চৌহান গানের জগতে ‘সিল্ক রুট’ বললেই মনে আসে মোহিত চৌহান। আমরা অনেকেই তাঁর গানের ভক্ত। মোহিত একটি গান করতে নেন ৬ থেকে ৮ লাখ টাকা। সান হিট গান সানেরও কম নেই। মন ছুঁয়ে যাওয়া গলা। মুগ্ধ করে। পারিশ্রমিকটাও বেশ মোটা। একটি গান গাইতে নেন ৩ লাখ টাকা। আতিফ আসলাম পাকিস্তানী এ শিল্পীর সুরেলা কণ্ঠের ভক্ত সারা পৃথিবীজুড়ে। ভারতীয় দর্শকদেরও কেড়ে নিয়েছেন তিনি। তাঁর কণ্ঠের একটি গানের বিনিময়ে আট লাখ টাকা দিতে হবে তাঁকে।
×