ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডন হামলা ॥ উদ্বেগ অস্ট্রেলিয়া ও ইতালির মুসলিমদের

প্রকাশিত: ০৬:৪৩, ৯ জুন ২০১৭

লন্ডন হামলা ॥ উদ্বেগ অস্ট্রেলিয়া ও ইতালির মুসলিমদের

ইতালির মুসলিমদের বিপদের আশঙ্কায় লন্ডন হামলাকারীর দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। হামলাকারীর একজন অর্ধ-ইতালিয়ান বলে চিহ্নিত হওয়ার পর দেশটির অবস্থান ইতোমধ্যে নাজুক হয়ে উঠেছে। এদিকে অস্ট্রেলিয়ার মুসলিমরা সংযত হয়ে কথা বলার দাবি জানিয়েছেন। খবর এএফপির। ব্রিটেনের রাজধানীতে শনিবার তিন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে মার্কেটে লোকজনের ওপর ভ্যান চালিয়ে ও ছুরিকাঘাত করে বেশ কয়েকজনকে হতাহত করে। ইউসেফ জাগবা (২২) তাদের মধ্যে একজন। এরপর থেকে বেরিয়ে এসেছে যে, জাগবা মরক্কোয় জন্ম নেয়া একজঙ্গী। তার ইতালির পাসপোর্ট ছিল। তার মা একজন ধর্মান্তরিত মুসলিম। তিনি বোলোগনা এলাকায় বসবাস করতেন। জাগবার মা যে মসজিদে নামাজ আদায় করত সেখানকার তিউনিশিয়ান ইমাম মুহাম্মদ বেন সালেম হামলা সম্পর্কে বলেন, এসব কাজ ইসলাম সমর্থন করে না। এটি বিকৃত মনের কাজ। জাগবা তার মায়ের সঙ্গে নিকটবর্তী ফাগনানো এলাকায় বেড়াতে এলেও তিনি কখনই মসজিদে আসতেন না। যদি তিনি ইতালিতে সব সময় থাকতেন ও আমাদের মসজিদে আসতেন তাহলে তিনি এ ধরনের মনোভাব পোষণ করতে পারতেন না। কখনই না। দ্বিগুণ বৈষম্য ॥ মরক্কোর বাহি চেরকাউইন (৫৯) বলেন, হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের কাজ বছরের পর বছর ধরে তৈরি হওয়া মুসলিমদের সঙ্গে অমুসলিমদের আত্মবিশ্বাসের সম্পর্কের ক্ষতি করবে। লোকজন এই স্থান তৈরি করতে অনেক ত্যাগ স্বীকার করেছে। স্থানীয় কর্তৃপক্ষ আমাদের কিছুই দেয়নি। ইমাম বলেন, তিনি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসলামের প্রকৃত রূপ তুলে ধরতে। ‘আমরা সবসময় লোকজনকে আহ্বান জানাই আসতে ও আমাদের কাজ দেখতে। পাশাপাশি আমাদের আলোচনায় অংশ নিতে। যা সন্ত্রাসী কর্মকা-কে নিরুৎসাহিত করে থাকে। তরুণরা যারা নিজেদের ক্ষতি করে, অন্ধভাবে নিরপরাধ লোকদের হত্যা করে, তাদের অন্তর অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে ও তারা আমাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না।’
×