ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেহরানের পার্লামেন্ট ভবনে হামলাকারীরা সবাই ইরানী

প্রকাশিত: ০৬:৪২, ৯ জুন ২০১৭

তেহরানের পার্লামেন্ট ভবনে হামলাকারীরা সবাই ইরানী

ইরানের রাজধানী তেহরানের পার্লামেন্ট ভবনে ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিস্থলে বুধবার চালানো হামলাকারীরা সবাই সে দেশের নাগরিক ছিল। এর আগে তারা সবাই আইএসে যোগদান করে বলে দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপির। ইরানের সুপ্রীম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি সাইদ রেজা সাইফুল্লাহ বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ছয় হামলাকারীই ছিল ইরানের নাগরিক এবং তারা দেশের কয়েকটি এলাকা থেকে আইএসে যোগদান করে। ইরানে এটাই আইএসের প্রথম হামলা। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। তারা কয়েক মাস ধরে ইরানে তাদের কর্মকা- সম্প্রসারিত করার হুমকি দিয়ে আসছিল। ইরাক ও সিরিয়ায় আইএস ও অন্যান্য জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের জনসংখ্যার ৯০ শতাংশই শিয়া। তবে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সুন্নি জনগোষ্ঠীর বাস রয়েছে। তাদের বেশিরভাগই ইরাক ও পাকিস্তানসংলগ্ন অশান্ত সীমান্তবর্তী এলাকায় বাস করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় হতাহতদের প্রতি সহানুভূতি জানানোর সময় ইরানের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন। তিনি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, যেসব সন্ত্রাসীদের তারা এতদিন লালন করেছে এখন নিজেরাই তাদের হামলার শিকার হচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি ইরানের প্রতি সতর্কতা উচ্চারণ করে দেশটির বিরুদ্ধে কঠোর মনোভাব ব্যক্ত করেন। উত্তর কোরিয়ার ফের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া বৃহস্পতিবার পূর্ব উপকূল থেকে কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওনসেন শহর থেকে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিসিসি ও সিবিসি নিউজ অনলাইনের। ‘ভূমি থেকে জাহাজে’ নিক্ষেপযোগ্য এই গাইডেড মিসাইলগুলো ২০০ কিলোমিটার ওড়ার পর পানির কাছাকাছি নেমে এসে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়া এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে ব্যর্থ হয়েছিল বলে বিশেষজ্ঞদের ভাষ্য। ২৯ মে উত্তর কোরিয়া একই স্থান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যা ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে গত বছরের মতো এ বছরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
×