ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুবকসহ তিন খুন ॥ স্কুলছাত্রসহ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৯, ৯ জুন ২০১৭

যুবকসহ তিন খুন ॥ স্কুলছাত্রসহ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জে ভাইয়ের হাতে ভাই, ফরিদপুরে প্রতিপক্ষের হাতে অটোরিক্সাচালক ও বাঁশখালীতে যুবক খুন হয়েছে। যশোরে স্কুলছাত্র এবং সিলেট ও রাঙ্গামাটিতে দুই লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাত ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত ভাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে। সদর থানার ওসি জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার হাওলাদার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাত ৮টার দিকে ইসমাইল হাওলাদার তার চাচাত ভাই কাউছার হাওলাদারের (২৫) বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি নিহত হন। ওসি আরও জানায়, ঘটনার পরপরই ঘাতক ইসমাইল ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে নিজেকে আহত দাবি করে ভর্তি হন। খবর পেয়ে রাতেই সদর থানা পুলিশ ইসমাইলকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে গ্রেফতার করে। ফরিদপুর ॥ ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সূর্য শিকদার (৬০) নামে এক অটোরিক্সাচালক প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে ওই গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। জানা গেছে, নিহত সূর্য শিকদার ও তার ছেলে ওবাইদুলের কাছে স্থানীয় গ্যারেজ মালিক নুরুন্নবী অটোরিক্সা চার্জ বাবদ এক মাসের টাকা পায়। মঙ্গলবার এ নিয়ে ওবাইদুল শিকদারের সঙ্গে কথা-কাটাকাটি ও বাগ্বিত-া হয়। একপর্যায়ে সূর্য শিকদার এগিয়ে গেলে গ্যারেজ মালিক ও তার পক্ষ নিয়ে একই এলাকার আলি মিয়ার ছেলে হাফিজুল ও নজরুল মিলে পিতা-পুত্রকে বেধম প্রহার করে। মারাত্মক আহতাবস্থায় সূর্য শিকদারকে উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বাঁশখালী ॥ পারিবারিক শত্রুতার জের ধরে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার সরল ইউনিয়নে বুধবার রাতে। প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত ওই যুবকের জমির হোসেন (৩০)। এ ঘটনায় উত্তেজিত জনতা এগিয়ে এসে হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে ১ যুবককে আটক করলেও অপরাপর খুনীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা আটক ওই যুবককে পুলিশে সোপর্দ করে। যশোর ॥ মণিরামপুরে আল-আমিন (১৫) নামের অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের কাছে বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামের মোস্তাক আহাম্মেদের ছেলে। সিলেট ॥ সদর উপজেলার টুলটিকর ইউনিয়নে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টায় ইউনিয়নের সেলিম মিয়ার বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে ডোবায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাঙ্গামাটি ॥ লংগদু উপজেলার মাইনি মুখ ফরেস্ট অফিস এলাকার মাইনি খালে বৃহস্পতিবার সকালে পানিতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ পাওয়া যায়। খবর পেয়ে লংগদু পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে পাঠায় নয়ন হত্যার ৬ দিনের মাথায় লংগদুতে আরও একটি লাশ পাওয়া গেল।
×