ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘এটাই আল্লাহ’র বিচার’

প্রকাশিত: ০৬:০৮, ৯ জুন ২০১৭

‘এটাই আল্লাহ’র বিচার’

সংসদ রিপোর্টার ॥ বাড়ি হারানোকে ব্যারিস্টার মওদুদ আহমদের ‘কর্মফল’ বলে মন্তব্য করেছেন সরকারদলীয় সংসদ সদস্য মাহজাবীন খালেদ ও আবু জাহির। তারা বলেন, আওয়ামী লীগ কাউকে উচ্ছেদ করেনি। আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নেতা উচ্ছেদ হয়েছে। কারও সঙ্গে অন্যায় করলে জীবনের কোন না কোন সময়ে সেই পাপের সাজা ভোগ করতে হবে। আর অতীত কৃতকর্মের জন্য খালেদা জিয়া ও মওদুদ আহমদকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে। এটাই আল্লাহর বিচার। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) খালেদ মোশাররফ বীর উত্তমের কন্যা মাহজাবীন খালেদ নিজেদের অতীত ইতিহাস তুলে ধরেন বলেন, আওয়ামী লীগ সরকার দমন-পীড়ন করে না। আর আওয়ামী লীগের কাউকে দমনের প্রয়োজন হয় না। কারণ দেশের আপামর জনতার দল আওয়ামী লীগ। তিনি বলেন, দমন-পীড়নের রাজনীতি করে খালেদা জিয়া। আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার দমনের শিকার হয়েছি। আমার বাবা খালেদ মোশাররফ একজন মুক্তিযোদ্ধা ও আর্মি অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম নায়কের স্ত্রী হিসেবে আমার মাকে সরকার যে বাড়ি প্রদান করে, সেখান থেকে উচ্ছেদের জন্য বেগম খালেদা জিয়ার শাসনকালে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে ২০০৫ সালে তার বোনের ছেলে মাইক্রোবাসে গু-া ভাড়া করে এনে আমার মাকে বাড়ি খালি করার জন্য হুমকি দেয়। হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি। সেই বাড়ি থেকে সম্পূর্ণ অবৈধভাবে বের করে দিয়েছে। কোন আদালতের আদেশ ছিল না, না ছিল সরকারী বা আমলাতান্ত্রিক জটিলতা। সম্পূর্ণ গু-ামি করে সন্ত্রাসীদের মতো এসে আমাদের বাড়ি দখল করে নেয়। মাহজাবীন খালেদা আরও বলেন, এখন মওদুদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটি তার কর্মফল। সৃষ্টিকর্তা দুনিয়াতে বিচার দেখান। কারও সঙ্গে অন্যায় করলে জীবনের কোন না কোন সময়ে সেই পাপের সাজা ভোগ করতে হবে। আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে খালেদা জিয়া কি থাকতে পেরেছেন? তাকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়েছে। মওদুদ আহমেদকেও বাড়ি ছাড়তে হয়েছে। এটাই আল্লাহর বিচার। মাহজাবীন খালেদ বলেন, মওদুদ আহমদের দখলকৃত বাড়িটি রাষ্ট্রীয় সম্পত্তি। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে সেই জায়গাটি দখলে নিয়েছে রাজউক। এখন তিনি বলছেন ‘আমাকে’ সন্ত্রাসী কায়দায় বের করে দেয়া হয়েছে। উনার মতো আইনজীবী যখন এ কথা বলেন, তখন সাধারণ মানুষের কাছে কৌতুক মনে হয়। কারণ তিনি নিজেই ওই মামলার আইনজীবী ছিলেন। তার সঙ্গে খালেদা জিয়াও যখন এমন কৌতুক করেন তখন সারাদেশের মানুষ তাদের নিয়ে হাসে। এর আগে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিক বাজেটের ওপর সাধারণ আলোচনায় সরকারদলীয় সদস্য আবু জাহির বলেন, খালেদা জিয়া অন্যায়ভাবে ক্যান্টনমেন্টের বাড়িটি দখল করে রেখেছিলেন। আদালতের মাধ্যমে বাড়িটি উদ্ধার করা হয়েছে। মওদুদ আহমেদকেও আদালতের নির্দেশে বাড়ি ছাড়তে হয়েছে। তিনি আরও বলেন, খালেদা জিয়া বলেছেন ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাদের এক কাপড়ে উনি বাড়ি থেকে বের করে দেবেন। আমরা তার বক্তব্যের প্রতিবাদ জানাই এবং এমন হীন মানসিকতার জন্য তার প্রতি ঘৃণা জানাই।
×