ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীসহ দেশের বিশিষ্টজনদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

প্রকাশিত: ০৪:২১, ৯ জুন ২০১৭

প্রধানমন্ত্রীসহ দেশের বিশিষ্টজনদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

বিশেষ প্রতিনিধি ॥ দেশের বিশিষ্টজনদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহাসহ সমাজের বিশিষ্টজন ও উচ্চপদস্থ কর্মকর্তারা ইফতার মাহফিলে শরিক হন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতি, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশী কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা ইফতারে অংশ নেন। ইফতারের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথির সঙ্গে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন। পরে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কবীর। রাষ্ট্রপতির ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম, অর্থনীতিবিদ রেহমান সোবহান উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবেসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকগণ, জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ইফতার অনুষ্ঠানে শরিক হন।
×